পটুয়াখালী জেলায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে রেঞ্জ ডি আই জির মতবিনিময়।

পটুয়াখালী জেলায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সাথে রেঞ্জ ডি আই জির মতবিনিময়।
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সরকারি  মহিলা কলেজে ১৮ মার্চ সকাল ১০:৩০ ঘটিকার সময় অত্র কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম কলেজ শাখায় মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
 
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বিপিএম (বার) পিপিএম বরিশাল রেঞ্জ বাংলাদেশ পুলিশ মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এবং সভায় সভাপতিত্ব করেন মহিলা কলেজের  অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, সদর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং মিডিয়াকর্মীরা।
 
মত বিনিময় সভায় প্রধান অতিথি,বিশেষ,অতিথি সভাপতি ও অতিথি বৃন্দরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
বক্তব্যে তুলে ধরেন মাদকের কুফল, ইভটিজিং বাল্যবিবাহ, জঙ্গিবাদ, নারী নির্যাতন শিশু নির্যাতন, পাচারকারী,এবং  সচেতনতামুলক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন সকল শিক্ষার্থীদের সচেতন হয়ে দায়িত্ব পালনে এগিয়ে আসতে বলেন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলেন,কোথাও কোনো অন্যায় দেখলে তাৎক্ষনিক পুলিশকে জানাতে বলেন।
শিক্ষার্থীদের বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষামূলক প্রশ্নের প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সর্বশেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।