তালতলীতে বিদ্যালয়ের বিম ধসে ছাত্রী নিহতের ঘটনায় ভবন নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে: তদন্ত কমিটি

তালতলীতে বিদ্যালয়ের বিম ধসে ছাত্রী নিহতের ঘটনায় ভবন নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে: তদন্ত কমিটি

মোঃহাইরাজ (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীর ছোট বগি পিকে স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের বিম ধসে ছাত্রী নিহতের ঘটনায় ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) সাবের হোসেন। পরিদর্শন শেষে তিনি জানান, বিদ্যালয়টি নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। আজ দুপুরে বরগুনার তালতলী উপজেলার ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিদর্শন করেন। সাবের হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটা আমাদের জন্য ব্যাথার বিষয়, এখানে একটি শিশু নিহত হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। বরগুনার তালতলীতে ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ ভেঙে শিক্ষার্থী নিহতের ঘটনায় দুইটি তদন্ত কমিটি আজ স্কুল টি পরিদর্শন করেন। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. সাবের হোসেন আহ্বায়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) মো. মাহবুবুর রশীদ সকল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সরেজমিনে তদন্ত করে এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়াও ঘটনা তদন্তে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) মাহবুব আলমকে প্রধান করে আরো একটি তদন্ত কমিটি আজ সকাল থেকে তদন্ত শুরু করে এ কমিটির সদস্যরা হলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএন মিজানুর রহমান, তালতলীর ইউএনও দ্বীপায়ন দাশ শুভ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম কবীর ও অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ উল্লেখ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময় তালতলীর ছোট বগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিম ভেঙে পড়লে পাঁচ শিক্ষার্থী আহত হয়। এ সময় মাথায় আঘাত পেয়ে মানসুরার মৃত্যু হয় বলে পুলিশ জানায়।