পটুয়াখালীতে ধানের বীজ উপড়ে ফেলায় রক্তক্ষয়ী সংর্ঘষে মহিলা সহআহত ১০॥ আটক-৩

পটুয়াখালীতে  ধানের বীজ উপড়ে ফেলায়  রক্তক্ষয়ী  সংর্ঘষে মহিলা সহআহত ১০॥ আটক-৩

রেজাউল ইসলাম,পটুয়াখালী : পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়ায় রোপনকৃত ধানের বীজ উপড়ে ফেলাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনায় একই পরিবারের দুইমহিলা সহ দশ জন আহত।  আহতদের মধ্য মোঃ নসু মোল্লা নামে একজনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহত আটজনকে ২৫০ শয্যাবিশিস্ট পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এক জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।  পুলিশ এ ঘটনায় তানিয়া, জসিম ও রসিদ নামে তিনজন কে আটক করেছে।  এ ব্যাপারে সদর থানায় ১১ জনকে চিহ্নিত করে একটি মামলা হয়েছে।  মামলা নং-৪৮/১৮।
বাদী রাজ্জাক মোল্লা মামলায় উল্লেখ করেন জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ মোঃলিটনগাজী ও মোঃরিপন গাজী গং গত ২৪ আগষ্ট শুক্রবার দেশী তৈরী ধাড়াল রামদা, দাও সহ বিভিন্ ধরনের অস্ত্র নিয়ে তাদের রোপনকৃত আমন ধানের বীজ উপড়ে ফেলে দেয়। এতে বাধা নিষেধ করলে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের উপর অস্ত্র নিয়ে হামলা করে।  এসময় প্রতিপক্ষ রানসু মোল্লা,মাসুদ মোল্লা,মিরাজ মোল্লা,সানু মোল্লা,দুলাল মোল্লা মোসাঃজাবেদা বেগম,মোসাঃতাহমিনা বেগম,ফকু মোল্লাএবংরাসেল মোল্লাসহ ১০ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিস্ট পটুয়াখালী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।  আহতরমধ্য নসু মোল্লার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।  এ ঘটনায় ওই রাতেই পুলিশ তানিয়া, জসিম এবং রশিদ নামে তিনজন কে আটক করে। এ ঘটনায় রাজ্জাক মোল্লাবাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৮/১০ কে অজ্ঞাত করে সদর থানায়একটি মামলা দায়ের করেন। #
সদর থানার অফিসার ইনর্চাজ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ হামলার ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ তিনজনকে আটক করে তাদেরকে জেলে প্রেরন করা হয়েছে