বাউফলে সুবর্ণ নাগরিকদের ঈদের পোশাক বিতরণ

বাউফলে সুবর্ণ নাগরিকদের ঈদের পোশাক বিতরণ

সাইফুল ইসলাম,  নিজস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে শতাধিক সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধীদের) ঈদের পোশাক ও ইফতার বিতরণ করেছে ভালোবাসি বাউফল। গতকাল শুক্রবার আছর বাদ রান্নাঘর ফাস্ট ফুট এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সাবেক বাংলাদেশ  সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক বাংলাদেশ অতিরিক্ত এ্যাটর্নী জেনালে এমকে রহমান প্রধান অতিথি হিসাবে এ ঈদ পোশাক বিতরণ করেন। ভালোবাসি বাউফল উদ্যোক্তা আশরাফ আলী খান বাচ্চু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাউফল উপজেলা নিবার্হী অফিসার শুভ্রা দাস। বরিশাল বিশ্ববিদ্যালয় আইন বিভাগ চেয়ারম্যান শুভ্রা হাং। নাজিরপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।

উপজেলার হতো দরিদ্র অধিকার বঞ্চিত প্রতিবন্ধীদের ঈদ আনন্দ এবং ধনী গরীব বৈষম্য নয় একই সঙ্গে ইফতার আয়োজন করেন। তৃণমূল পর্যায়ে প্রান্তিকজনদের নিয়ে মনোরম স্থানে একই টেবিলে অনুষ্ঠিত আয়োজনে প্রতিবন্ধী, সাংবাদিক , শিক্ষক, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি  অংশগ্রহন করেন। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সুধীজন।

বাউফল ইউনিয়ন পরিষদ প্রাক্তন ভাইস চেয়ারম্যান মৃত আবদুর রহিম খান এর কৃতি সন্তান, আদর্শ শিক্ষক ও উদ্যোক্তা আশরাফ আলী খান বাচ্চু নিজ উদ্যোগে গড়ে তোলেন অরাজনৈতিক,অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ‘ভালোবাশি বাউফল’। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি এলাকার মানুষের সচেতনতা লক্ষ্যে উপজেলার বিলবিলাস সদরথেকে উপজেলা পরিষদ চত্বর পর্যন্ত বিভিন্ন প্রচারপত্র লটকিয়ে দেন,যা একজন মানুষকে তাৎক্ষনিক ভাবে পরিবর্তন করতে সহায়ক করেন। তাছাড়া গুণীজনদের সংবর্ধনা এবং প্রান্তিক মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন। তৃণমূলের স্বীকৃতি জাতীয় পুরুস্কার প্রাপ্ত শ্রেষ্ঠত্ব রতœাগর্ভা মা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের এ্যায়ার্ড  প্রদানের পরিকল্পনা রয়েছে।

তারই ধারাবাহিকতার এই বছর সুবর্ণ নাগরিকদের ঈদ পোশাক ও ইফতার আয়োজন। সভায় ভালোবাসি বাউফল প্রণেদনা সৃজনশীল মেধার অন্বেষন প্রতিযোগিতা-২০১৮ জাতীয় পুরুস্কার প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী মাহিন মুসতাসির তার অভিপ্রয় ব্যক্ত করেন।
বিলবিলাস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা সোহেল মাহমুদ মফিজ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, বাউফল ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মুনসী, মাইটিবি বাউফল প্রতিনিধি এম অহিদ্জুামান ডিউক ও জিল্লুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী প্রতিবন্ধী রাতুল, জলিল, রহিম প্রতিক্রিয়া জানান, প্রত্যেকেরই সামাজিক মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে। ঈদের পোশাক ও ইফতার পাওয়া বড়ো কথা নয়। তার চেয়ে বেশি খুশি হয়েছি, সমাজের উচ্চ পর্যায়ে মানুষের সাথে একই টেবিলে বসে ইফতার গ্রহন করা। এটাই আমাদের বড়ো পাওয়া ও আনন্দ।