বাউফলে সেনা সদস্য ও স্কুল শিক্ষকের মধ্যে মারামারি

বাউফলে সেনা সদস্য ও স্কুল শিক্ষকের মধ্যে মারামারি

ইমাম হোসেন মনা, বাউফল: বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে আঃ ছালাম মুধা (৫০) নামে এক স্কুল শিক্ষক ও  বাবুল হোসেন পেশকার (৪০) নামে এক সেনা সদস্যের  মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল সোমবার পটুয়াখালী আদালতে সেনা সদস্যসহ ৫ জনকে আসামী করে একটি সাতধারা মামলা দায়ের করেছেন ঐ শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, নওমালা গ্রামের আঃ ছালাম মুধার সঙ্গে একই গ্রামের বাবুল পেশকারের  সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ন ওই জমি নিজের দাবী করে নওমালা ইউনিয়ন পরিষদে শিক্ষক আঃ ছালাম মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সেনা সদস্য দুলাল। রোববার রাত ৮ টার দিকে ওই ইউনিয়নের নগর হাট এলাকায় বাবুল পেশকারকে দেখে তাঁর (ছালাম মৃধা) বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে তা জানতে চায় ছালাম। এ সময়ে উভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়। এক পর্যায়ে বাবুল ও ছালাম উভয়েই একে অপরকে চরথাপ্পড় ও কিল ঘুষি মেরে আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আঃ ছালাম দক্ষিণ জৌতা বালিকা মাদ্রাসায় শিক্ষক হিসেবে  এবং বাবুল শহীদ সালাউদ্দিন ক্যান্টনমেন্ট, ঘাটাইল এ  সেনা সদস্য পদে কর্মরত আছেন।