বাউফলে ত্রানের টিনে অফিস নির্মাণ সরকারী কর্মকর্তা যখন ভক্ষক!

বাউফলে ত্রানের টিনে অফিস নির্মাণ সরকারী কর্মকর্তা যখন ভক্ষক!

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ইউএনও এর কার্যালয়ের পাশে সরকারি ত্রানের টিন দিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নতুন অফিস ভবন বর্ধিত করা হয়েছে।  দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্ধকৃত টিন দিয়ে অফিস নির্মাণ করায় উপজেলার সূধি মহলে বইছে নিন্দার ঝড়। এ কাজটি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।  
জানাগেছে, বাউফল উপজেলা পরিষদের অভ্যন্তরে উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের দেয়াল ঘেষেই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। কার্যালয়টির দক্ষিন পাশের খোলা ছাদের উপর ত্রানের টিন দিয়ে তৈরী করা হয়েছে একটি অফিস কক্ষ। ওই কক্ষটির একাধিক টিনের গায়ে লেখা রয়েছে “ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, বিক্রয়ের জন্য নহে।” অবশ্য কক্ষটির বেড়ায় ব্যবহৃত টিনগুলোর থেকে সরকারি সিল ঘষামাজা করে উঠালেও কক্ষটির চালায় ব্যবহৃত টিনের গায়ে চাঁদের মতো জেগে রয়েছে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবুজ রঙের ওই সিল। সরকারি টিন দিয়ে অফিস নির্মাণের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, এগুলো ত্রানের টিন নয়, বাজার থেকে কিনে এনে কক্ষটি তৈরি করা হয়েছে। এবিষয়ে বাউফল উপজেলা মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া পান্নু জানান, এসব অসৎ কর্মকর্তার জন্যই সরকারের দুর্নাম হয়; এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।