বাউফলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন ভোটারদের ভোগান্তী

বাউফলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন ভোটারদের ভোগান্তী

ইমাম হোসেন মনা, বাউফল ঃ পটুয়াখালীর বাউফলে বাদপড়া ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল ৩১ আগস্ট শুক্রবার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন শুরু করা হয়। ৩১আগস্ট শুক্রবার ও ০১ সেপ্টেম্বর শনিবার এই দুই দিন সকাল ০৮টা থেকে বিকাল ০৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে। সরজমিন ঘুরে দেখা যায় পরিচয় পত্র নিতে হাজার হাজার নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে পরিচয়পত্র গ্রহন করছেন। রোদে দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে ভোটারদের ভোগান্তীর সৃষ্টি হয়। অনেক ভোটারদেরকে পরিচয়পত্র না নিয়েই বাড়ি ফিরে যেতে দেখা গেছে। কয়েকজন নারী ভোটারদের সাথে আলাপ করলে তারা বলেন, রোদের ভিতর দীর্ঘ সময় লাইনে দাড়িয়ে থেকে পরিচয়পত্র নেওয়া সম্ভব নয়। এ ব্যাপারে নির্বাচন অফিসে যোগাযোগ করলে নির্বাচন অফিস কর্মকর্তা বলেন, বাউফল পৌরসভা ও উপজেলার কয়েকটি ইউনিয়নের স্মার্ট জাতীয় পরিচয়পত্র একই সঙ্গে একই স্থানে বিতরন করা হচ্ছে বলে ভোটারদের ভীড় বেশি হচ্ছে। আর তার জন্য ভোটারদের একটু ভোগান্তী পোহাতে হচ্ছে। তবে এর জন্য নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় বাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।