কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আ.লীগের নতুন মুখ সরওয়ার জাহান বাদশাহ

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আ.লীগের নতুন মুখ সরওয়ার জাহান বাদশাহ
রোকনুজ্জামান ,কুষ্টিয়া প্রতিনিধি
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একেবারেই আলোচনার বাইরে থাকা সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়েছে। এ খবর এই মুহূর্তে পুরনোই হয়ে গেছে। গতকাল দুপুরের পর থেকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি সবখানে ভাইরাল হয়ে যায়। সবাইকে তাক লাগিয়ে দিয়ে জেলা ও উপজেলা আওয়ামী লীগ সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহ এই প্রথমবারের মতো নাটকীয়ভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন। 
 
এদিকে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দিন আহমেদ এবং বর্তমান সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ রেজাউল হক চৌধুরী দলীয় মনোনয়নপ্রাপ্তী থেকে আকস্মিকভাবে ছিটকে পড়ায় দলটির স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। তারা আগুন দিয়ে সেই ক্ষোভের প্রকাশও ঘটান। 
 
সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের নিজ এলাকা উপজেলার তারাগুনিয়া বাজারে রোববার বিকেলে বিক্ষোভ করেন তার কর্মী-সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা কুষ্টিয়া-দৌলতপুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন। অন্যদিকে সন্ধ্যায় উপজেলার আল্লারদর্গা শিল্প এলাকায় সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরীর নিজ এলাকায় তার পক্ষের কর্মী-সমর্থকরা একইভাবে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এছাড়া উপজেলার অন্যান্য স্থানেও মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের এই দুই শীর্ষ নেতার পক্ষে বিক্ষোভ প্রদর্শিত হয় বলে খবর পাওয়া গেছে। বৈরীতা থাকলেও এ ক্ষেত্রে তাদের লক্ষ্য এক এবং অভিন্ন। 
 
দৌলতপুর আসনে আওয়ামী লীগের নতুন মুখ অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহকে জনবিচ্ছিন্ন নেতা উল্লেখ করে এবং তার দলীয় মনোনয়ন বাতিল দাবি করে তারা দুই পক্ষই আলাদাভাবে এই বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে উপজেলার গুরুত্বপূর্ণ ওই বাজার দুটি সন্ধ্যার পর থেকে প্রায় জনশূন্য হয়ে যায়। দৌলতপুর উপজেলায় ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপির মধ্যে দা-কুড়াল সম্পর্ক থাকলেও তাদের দুজনের পক্ষের কর্মী-সমর্থকরা এখন বঙ্গবন্ধু পরিষদ, সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহর মনোনয়ন প্রত্যাহারের ইস্যুতে একাট্টা বলা যায়!
তবে রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য অ্যাডভোকেট সরওয়ার জাহান বাদশাহকে চূড়ান্তভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হলেও সোমবার বেলা ১২টা নাগাদ আরেক দফা নাটকীয়তার মধ্য দিয়ে তার প্রার্থিতায় রদবদলও হতে পারে বলে একটি বিশেষ সূত্রে আভাস পাওয়া গেছে।