গর্ভাবস্থায় ২ ডোজ টিটি টিকা নিতে হবে

গর্ভাবস্থায় ২ ডোজ টিটি টিকা নিতে হবে


মুহা:সাইফুল ইসলাম: ধনুষ্টংকার বা টিটেনাস একটি মারাতœক রোগ যার ফলে মা ও নবাজাতক মৃত্যুবরন করতে পারে। তবে রোগটি সহজ প্রতিরোধ হচ্ছে টিটি টিকা নেবার মাধ্যমে অথবা প্রসবকালে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা। ইপিআই কার্যক্রমের মাধ্যমে এ টিকা প্রদান করা হয়। হেলথ সহকারি লাভনী বেগম জানান, ফেব্রæয়ারী  মাসে গর্ভবতী মাকে১৭৬ জন টিটেনাস টিকা দিয়েছেন। কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক মাধ্যমে টিকা দেওয়া হয়। টীকাদান কর্মসূচী  গর্ভবতী  ও সাধারন মহিলাদেও ৪২২৬৮১ জনকে টিকা দেওয়া  হয়েছে
গর্ভবতী মায়ের টিটি টিকা গ্রহন। বেশির ভাগ বয়স ১৫-৪৫ বছরে হয়ে থাকে। তাদের মধ্যে যদি কোন সময় টিটি টিকা না নিয়ে থাকেন তাহলে তারাও টিটি টিকা নিতে পারবেন। প্রসবকালীন ছাড়া অন্যান্য সময় ও শরীরে কোন অংশ কেটে গেলে বা পুড়ে গেলে ধনুষ্টংকারের জীবাণু  শরীরে ঢুকতে পারেন।
 পরিবার পরিকল্পনা মিডিয়া ফেলোশিপ-২০২০ আওতায় গ্রামাঞ্চলে নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার প্রতিবেদনের তথ্যসংগ্রহ করতে গিয়ে জানা যায়
সরেজমিন বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের শাজাহান হাওলাদার বাড়ি একটি  ইপিআই টিকা কেন্দ্র  পর্যবেক্ষন করা হয় টিটি টিকা যদি না নিয়ে থাকেন তাহলে অতি তাড়াতাড়ি টিটি টিকা নেয়া উচিত। গর্ভবতী মাকে জিজ্ঞাসা কবতে হবে পুরো ০৫ (পাঁচ) ডোজের টিটি টিকা নিয়েছেন কিনা। যদি গর্ভবতী হওয়ার আগে যদি ২ টা ডোজ টিটি টিকা নিয়ে থাকেন। যেম স্কুলে টিকা নিয়েছে কিনা। গর্ভকালীন সময়ে তাহলে এই পর্যায়ে আরো মাত্র ডোজ নেয়া প্রয়োজন। যদি টিটি টিকা নিয়ে থাকে তাহলে ১ মাস ব্যবধানে ২ ডোজ নেওয়া প্রয়োজন। মহিলার ইতিহাস অনুযায়ী গর্ভাবস্থায় ২০-৩৪ সপ্তাহের ২০-৩৪ সপ্তাহের মধ্যে ২ ডোজ টিটি টিকা নিতে হবে।

টীকা দান কর্মসূচী আওতায় বাউফল উপজেলায় গর্ভবতী ও সাধারন মহিলাদের ৪২ হাজার ৬শত ৮১ জন টিটি টিকা পুষ করা হয়েছে। টিটি টিকা সর্ম্পকে মাকে সঠিক পরামর্শ দেওয়া। এ টিকা সময় মত নিলে ধনুষ্টাংকার রোগ প্রতিরোধ করা যায়। মা এবং শিশু উভয়ই ধনুষ্ঠংকারের হাত থেকে রক্ষায় পায় টিকা নিতে হবে গর্ভের ৫ম মাস থেকে ৮ম মাস এর মধ্যে। কিন্তু শেষ ডোজ অবশ্যই প্রসবের ৪ সপ্তাহের আগে নিতে হবে। কোথায় সপ্তাহের কোন দিন টিকা পাওয়া যায় তা মাকে বুঝিয়ে বলবেন। সাধারনত টিকা দেওয়ার সময় সামান্য একটু ব্যথা হবে কিন্তু টিকা নেয়া পর সাধারনত পাশ্ব প্রতিক্রিয়া  হয়না।
সরেজমিন উপজেলার মৌসাদী ও নওমালা এলাকায় গত মার্চ মাসে ৭ জন গর্ভবতী মা টিটিনাস টীকা নিয়েছে। এর মধ্যে প্রথম ডোজ ১, ২য় ডোজ ২ ৩য় ডোজ ৪ এ বং ৪র্থ ডোজ ১ এবং সাধারন টিকা নিয়েছে ৩য় ডোজ ১০, ৪র্থ ডোজ ১৪ এবং ৫ম ডোজ  ২০ জন। এ ছাড়া প্রত্যেককে  কিশোরী ১৫০৪৯ জন বয়স পর্যন্ত প্রত্যেক মহিলা কোনো কোনো জায়গা থেকে টিটিনাস টিকা নিয়েছে। স্বাস্থ্য সহকারি লাবনী জানান।
বাউফলে ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১টি, কমিউনিটি ক্লিনিক ৪৩ টি,স্যাটেইলাইট ক্লিনিক ১০০ টি,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ১০ টি এবং উপস্বাস্থ্য কেন্দ্র ৩ টি রয়েছে এবং স্যাটেলাইট ক্লিনিক রয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকান্ড হচ্ছে, ইপিআই (শিশু) লক্ষ্যমাত্রা হচ্ছে ৭৪৭১ জন (১০০%) অর্জন ৭৪১০ জন (৯৯%)। ভিটামিন এ প্লাস ১২-৫৯ মাস ৪২২২৯ জন,অর্জন ৪২০৬২ জন (৯৯.৬০%), ০৬-১১ মাস ৫৬৯৮ জন, অর্জন হয়েছে ৫৬৭০ জন (৯৯.৫০%)। নাজিরপুর ও তাতেরকাঠী পরিবার কল্যাণ স্বাস্থ্যকেন্দ্র স্বাস্থ্য সহকারি মো: হারুন অর রশীদ বলেন, ইপিআই টিকা সম্প্রসারন মাধ্যমে প্রত্যেক শিশুসহ ১৫-৪৫ বছর বয়স নারী আওতায় নিয়ে শতভাগ টিকা প্রদান করতে সক্ষম হয়েছে। টিকা নাম উপকারিতা বিষয় ধারনা দেয়া  হয়েছে।
ইপিআই টিকা মাঠ পর্যায়ে কাজ করার জন্য দুটি রেজিষ্টার পাওয়া গেছে। একটি রেজিস্টার আউটরীচ/স্থায়ী টিকাদান কেন্দ্র স্বাস্থ্য সহকারি পরিবার কল্যাণ সহকারি/টিকাদান অবশ্যই করনীয় কাজসমূহ রয়েছে। দ্বিতীয় রেজিষ্টার শিশুদেও অভিভাবক ও মায়েদের জন্য বার্তা দৈনিক  ইপিআই টিকা ও অন্যান্য সেবা রিপোর্ট কিশোরী/মহিলা পূরনের নির্দেশিকা টিকাদানের পূর্ভকরনীয় টিকাদান চালাকালীন এবং টিকাদান শেষ করনীয়  লিপিদ্ধ রয়েছে