পটুয়াখালী জেলা লকডাউন

পটুয়াখালী জেলা লকডাউন

রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীকে অদ্য ১৯.০৪.২০২০ইং,রবিবার, সন্ধ্যা ৬ টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন চলবে।বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। তিনি জানান, পটুয়াখালীর পার্শ্ববর্তী বরিশাল এবং বরগুনা জেলায় করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। এ কারণে রোববার সন্ধ্যা থেকে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পটুয়াখালী সিভিল সার্জন জাহাঙ্গীর আলম জানান, পটুয়াখালী থেকে এ পর্যন্ত ২৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। যেহেতু পার্শ্ববর্তী জেলার থেকে পটুয়াখালীর করোনা পরিস্থিতি ভালো, তাই এই অবস্থান ধরে রাখতেই লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে পটুয়াখালী জনসাধারনকে অবহিত করনের জন্য তথ্য অফিসের প্রচার গাড়িতে লকডাউন সম্পর্কিত বিধিনিষেধ জানানো হয়।