বাউফলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাউফলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় পহেলা বৈশাখ উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় রোবার বিকেল ৪.৩০মিনিটের সময় উপজেলার ধানদী এলাকায় তেঁতুলিয়া নদীতে নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম ফারুক এর নেতৃত্বে ওই নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দীর্ঘ কয়েক বছর ধরে ধানদী এলাকার আবুবকর সিদ্দিক (মাস্টার), মাহাবুব মাস্টার, বাবুল মাস্টার, আনসার মাস্টারসহ আরও কয়েক জনের উগ্যগে পরিচালিত হয়ে আসছে। দক্ষিন অঞ্চলে এটি ব্যাপক ভাবে আলোড়ণ স্মৃস্টি করেছে। এছাড়া একই ইউনিয়নে দুইটি গ্রামের আর একটি তাঁেতরকাঠি এলাকার বিকেল ৫.৩০ মিনিটের সময় আরও একটি প্রথম বারের মত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। নৌকা বাইচ প্রতিযোগীদের বিজয়ীদলসহ সকল দলকেই পুস্কৃত করা হয়েছে। ১ম বিজয়ীদল কে পাঁচ হাজার টাকা, ২য় বিজয়ীদল কে চার হাজার টাকা, ৩য় বিজয়ীদলকে তিনহাজার টাকা এবং বাকী সবাইকে দই হাজারা টাকা নগদ প্রদান করেন। এ প্রতিযোগীতায় মোট ১৮টি নৌকা অংশ নেয়। অনুষ্ঠান ঘিরে হাজারও মানুষের ঢল নেমে আসছে তেতুলিয়া নদীর তীরে। বাংলা নববর্ষ উদযাপনে উপজেলার সদরসহ সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান (দোকানে) শুভ হালখাতা ব্যবস্থাসহ উপজেলা বাইরে সাবুপারা, কালাইয়া ও কালিশুরীতে মেলার আয়োজন করা হয়।