বাউফলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

বাউফলে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

দোলোয়ার হোসেন, বাউফলঃ পটুয়াখালীর বাউফলে এমপিওভুক্ত বেসকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণে আসন্ন বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বর সড়কে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে দাবি বাস্তবায়ন কমিটির সভাপতি ও বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের উপধ্যক্ষ সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মরিয়র বেগম নিশু মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সিটকা মহসীন মাধ্যমিক বিদ্যালয়, তুষার কান্তি ঘোস প্রধান শিক্ষক কালাইয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়,তোফাজ্জেল হোসেন সভাপতি মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতি,মঞ্জুর মোরশেদ প্রধান শিক্ষক ধানদী মাধ্যমিক বিদ্যালয়,মাহবুব আলম প্রধান শিক্ষক নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়,হারুন অর রশিদ খান সহকারি শিক্ষক নাজিপুর বোর্ড সহিদ সেলিম মহিলা দাখিল মাদরাসা,এস,এম মাইনুর ইসলাম সাধারন সম্পাদক বেসরকারি সহকারি শিক্ষক সমিতি , মোশারেফ হোসেন প্রধান শিক্ষক মদনপুরা সোনা মুদ্দি মাধ্যমিক বিদ্যালয় সহ প্রমুখ ।
বক্তরা আগামী বাজেট অধিবেশনের পূর্বে সারাদেশের বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নেয্য দাবি মেনে নেওয়ার সরকারের প্রতি আহবান জানান ।