পটুয়াখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

পটুয়াখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

রেজাউল ইসলাম/দূর্জয় দাস ,পটুয়াখালী, পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় হিন্দু সমাজগৃহে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট আয়োজনে হিন্দু সমাজগৃহে আলোচনা সভায়প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ হেমায়েত উদ্দিন। হিন্দু সমাজ গৃহের সাধারন সম্পাদক শুভাশিষ মুখার্জীর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কাজল বরন দাস সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মোঃমইনুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ, জেলা পূজা পরিষদের সভাপতি এড. কমল দত্ত, কেন্দ্রীয় মতুয়ামিশনের সহ-সভাপতি অরুন কুমার পান্ডে, নির্মল কুমার দাশ গুপ্ত প্রমুখ। পরে হিন্দু সমাজ গৃহে স্থাপিত শ্রী কৃষ্ণের পদস্থানে প্রদীপ প্রজ্জ্বলন শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন œসড়ক প্রদক্ষিন করে পুনরায় হিন্দু সমাজগৃহেএসে র‌্যালী শেষ করে। সেখানে র‌্যালীতে অংশ গ্রহনকারী হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ, যুবক-যুবতী, শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে প্রসাদ খিচুরি বিতরন করা হয়।