পটুয়াখালীতে শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ২৮৮তম আবির্ভাব উৎসব পালিত

পটুয়াখালীতে শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ২৮৮তম আবির্ভাব উৎসব পালিত

রেজাউল ইসলাম, পটুয়াখালী:
পটুয়াখালীতে দিন ব্যাপী বাল্য ভোগ, গীতাপাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, পূচাঅর্চনা, অঞ্জলী প্রদান, দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও রাজভোগ বিতরনের মধ্যে দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৮৮তম আবির্ভাব উৎসব পালিত।
মঙ্গলবার সকালে থানাপাড়া রোডস্থ শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার মন্দির প্রাঙ্গনে বেলুন ফেস্টুন উড়িয়ে শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৮৮তম আবির্ভাব উৎসব পালন উদ্বোধন করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপনব্যানার্জী ও মন্দির প্রতিষ্ঠাতা দিপুরানী দে। এ সময় উপস্থিত ছিলেন লোকনাথ বাবারমন্দির কমিটির সভাপতি জগদীশ চক্রবর্তী ও সাধারন সম্পাদক খোকন দেসহ ভক্তবৃন্দ। পরে মন্দিরে কেক কাটা, বাল্য ভোগ, গীতাপাঠ, প্রদীপ প্রজ্জ্বলন, পূচাঅর্চনা, অঞ্জলী প্রদান, দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও বিকাল ৩টায় রাজভোগ বিতরন করাহয়।