বাউফলে করোনা রোগী সন্দেহ : চলছে অটোবাহিক ও চায়ের দোকানে আড্ডা

বাউফলে করোনা রোগী সন্দেহ : চলছে অটোবাহিক ও চায়ের দোকানে আড্ডা

সাইফুল ইসলাম, বরিশাল লাইভ :
বাউফল উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে চলছে অটোবাহিক ও হোন্ডা এবং গ্রামাঞ্চলে চায়ের দোকানে আড্ডা। এদিকে উপজেলার দাশাপড়া এবং নাজিরপুর নিমদী এলাকা থেকে করোনা ভাইরাস আক্রান্ত একাধিক সন্দেহজনক রোগী বাউফল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল প্রেরন করা হয়েছে। আবহাওয়া পরিবর্তন দিনে গরম ও রাতে শীত কারনে অনেক্ইে সর্দি কাশিতে ভুগছে। এসব রোগী রেজিষ্টারকৃত ডাক্তার নিকট না গিয়ে পল্লী চিকিৎসক থেকে প্রাথমিক ওষুধের শরনাপন্ন হচ্ছে।  করোনাভাইরাস প্রতিরোধ সতকীর্য় ও সচেতনতার লক্ষ্যে ঘরে থাকার আহবান ও দোকান বন্ধ রাখার নিদের্শনা থাকলেও গ্রামাঞ্চলে খোলা রয়েছে। সরেজমিনে বিলবিলাস, কনকদিয়া, মদনপুরা ও ধান্দী এলাকায় চায়ের দোকান খোলা রয়েছে। ওইসব দোকানে ৬/৭জন একত্রে বসে চা-সিগারেট পান ও গল্প করে বেড়াচ্ছে। দশদিনের সাধারন ছুটি কারনে ঢাকা থেকে আগত লোকজন এলাকায় অবাধে চলাচল করছে। আজ বিলবিলাস বন্দরে প্রতি সপ্তাহ মতো হাট বসেছিল। সম্প্রতি বিদেশ থেকে আগত উপজেলার ২১৭ জনকে হোম কোরেন্টাইনে রাখা এবং পুলিশ নজরদারিতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন ও গনমাধ্যম প্রচারনা এলাকায় সচেতনতার মাত্রা হ্রাস পাচ্ছে। অনেকের ধারনা, করোনাভাইরাস নিয়ে সারাবিশ্ব উদ্বিগ্ন সেখানে আইনের প্রতি শ্রদ্ধার চেয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বেশি প্রয়োজন। দেশের সকলকে ঐক্যবদ্ধ ভাবে  করোনা ভাইরাস প্রতিরোধ এগিয়ে আশা প্রয়োজন।
করোনা ভাইরাস প্রতিরোধে তিন সহস্্রাধিক পরিবারের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছে পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাউফল (বাকলা)। এ ধরনের উদ্যোগ বেসরকারি সংগঠনের নেওয়া উচিত বলে অনেকেই মত দিয়েছেন।