পটুয়াখালীতে র‌্যাব-৮ ও জেলা প্রশাসনের অভিযান অব্যহত

পটুয়াখালীতে  র‌্যাব-৮ ও জেলা প্রশাসনের অভিযান অব্যহত
রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ১৫ মে শুক্রবার পটুয়াখালী সদরে পুরান বাজার ও নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মাছ, মুরগী ও মাংস ব্যবসায়ীদেরকে ওজনে কম দেওয়ার অভিযোগে মাংস ব্যবসায়ী মোঃ খলিল সরদার (৪৫) কে ২,০০০/- টাকা, মাংস ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার (৪৫), কে ২,০০০/- টাকা, মাংস ব্যবসায়ী খোকন বয়াতী কে ৫,০০০/- টাকা, মাংস ব্যবসায়ী শহিদ বয়াতী (৪৫), কে ৩,০০০/-, মুরগী ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া (৪৮) কে ২,০০০/- টাকা, মাছ ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন (৫০) কে ১,০০০/- টাকা, মাছ ব্যবসায়ী আঃ রহিম (৪০) কে ৫০০/- টাকা, মাছ ব্যবসায়ী মোঃ জামান বিশ্বাস (৪৩) কে ৫০০/- টাকা সহ সর্বমোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানশ চন্দ্র দাস, সহকারী কমিশনার, মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুনাল্ট চাকমা, পটুয়াখালী এবং জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৭ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।