বাউফলে তাপসের খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 বাউফলে তাপসের খুনিদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) ২৮ মে :  পটুয়াখালীর বাউফলে উপজেলা যুবলীগের সদস্য নিহত তাপস দাসের (২৯) খুণিদের গ্রেপ্তারের দাবীতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাউফল উপজেলা পুজা উদযাপন কমিটির ব্যানারে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার  বেলা ১১টায় বাউফল থানা ডাক বাংলোর সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত তাপসের মা রীনা রানী দাস, ভাই পঙ্কজ দাস, হিন্দু বৌদ্ধ খিস্টান ঔক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি খোকন চন্দ্র দাস ও জিতেন্দ্র নাথ রয়, কালিশুরী ডিগ্রী কলেজের প্রভাষক সজল কুমার হালদার ও পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল সহ প্রমুখ।
 বক্তরা প্রকৃত খুনিদের ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে  দ্রæত বিচারের দাবী জানান। অন্যথায় উপজেলা জুড়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
উল্ল্যেখ গত রবিবার ২৪ মে দুপুর দুইটার দিকে তোরণ নির্মাণকে কেন্দ্র করে সাবেক চিফ হুইপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজের সমর্থিত নেতা কর্মীদের সাথে বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আসম ফিরোজ সমর্থিত যুবলীগ কর্মী তাপস দাস (২৯) কে ধারালো অ¯্ররে আঘাতে গুরুতর জখম হয়। এ ঘটনায় আহত হয় উভয় পক্ষের ১০ নেতা কর্মী। ওই দিনই গুরুতর আহত অবস্থায় তাপস ও ইমাম নামের আরেক যুবলীগ কর্মীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠালে চিকিৎসারত অবস্থায় ওই দিনই রাত সারে সাতটায় তাপসের মৃত্যু হয়।
মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের মাধ্যমে নিহতের ভাই হত্যাকারীদের দ্রত গ্রেফতার করে ফাসির দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেন।