মির্জাগঞ্জে মাল্টিমিডিয়া পাঠদান নিশ্চিতকরণ বিষয়ক ৩দিনের কর্মশালা

মির্জাগঞ্জে মাল্টিমিডিয়া পাঠদান নিশ্চিতকরণ বিষয়ক ৩দিনের কর্মশালা

মো. জাকির হোসেন, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ঃ মির্জাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যেগে জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) এর অর্থায়নে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া পাঠদান নিশ্চিতকরণ বিষয়ক ৩ দিনের কর্মশালা উপজেলার সরকারি  পাইলট মাধ্যমিক বিদ্যালয় ই-লার্নিং ল্যাবে আজ মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মো. সাইফ্দ্দুীন ওয়ালীদ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর ছিদ্দিকী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাইকার উপজেলা ডেভলপমেন্ট ফেসিলেটেটর মো. এনায়েত হোসেন, অধ্যাপক মো.জাকির হোসেন, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন , সহকারি শিক্ষক মো. আব্দুল গাফ্ফার প্রমূখ।