পটুয়াখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

পটুয়াখালীতে সরকারের সাফল্য ও উন্নয়ন  শীর্ষক  মতবিনিময় অনুষ্ঠিত


রেজাউল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালী জেলা পরিষদের সভা কক্ষে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বর্তমান সরকারের “সফলতা ও পটুয়াখালীর উন্নয়ন ভাবনা”শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ দুপুর সাড়ে ১২টায় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি থাকার কারনেই পটুয়াখালীতে ব্যাপক উন্নয়ন হয়েছে। ইতিমধ্যে পায়রা সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানী বাস, কোস্টগার্ড প্রশিক্ষন কেন্দ্র, মেডিকেল কলেজ হয়েছে। আরও মেঘা প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। অদূর ভবিষ্যতে পটুয়াখালী জেলা উন্নয়নের রোল মডেল হতে যাচ্ছে।
তিনি জেলা পরিষদের মাধ্যমে বর্তমান সরকারের সময় ২০০৯ হতে ২০১৮ পর্যন্ত উন্নয়নমূলক কর্মান্ডের কথা উল্লেখ করে বলেন, জেলার ১,১৪৪ টি মসজিদ, ১৫৩টি ঈদগাহ ও ২৫৮টি মন্দিরের উন্নয়ন হয়েছে। জেলার ৫৬৯টি শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারসহ আসবাবপত্র সরবরাহ, ১৩ কিঃ রাস্তা পাকা, ১৮০০ মিটার সীমানা প্রাচীরসহ ২৪০০ মিটার রিটেইনিং ওয়াল নির্মান, জন-মানুষের সুবিধার্থে বিভিন্ন পুকুর, খাল, ও নদীতে ৪৮২টি ঘাটলা নির্মাান, ১৩০টি কবরস্থান ও শশ্মান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা হিসাবে ৫১৩টি গভীর নলক’প স্থাপন, পয়ঃনিষ্কাষনের জন্য ১০৩টি টয়লেট নির্মান, ৯৪৫জন অসহায় দুঃস্থ ব্যক্তিকে জেলা পরিষদ থেকে ৭৮লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান, ১,৬৯৫জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ৫২লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে, জেলা বাসীর বিনোদনের জন্য অত্যাধুনিক শেখ রাসেল শিশুপার্ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থবছরে জেলা পরিষদের মাধ্যমে যুব সমাজকে কর্মমুখী করার লক্ষ্যে চালু করা হয়েছে কারিগরী প্রশিক্ষন কর্মসূচী। এ কর্মসূচীর মধ্যে রয়েছে কম্পিউটার প্রশিক্ষন, সেলাই প্রশিক্ষন, ইলেক্টক ট্রেড, কৃষি সম্পর্কিত প্রশিক্ষন, কুয়াকাটায় একটি অত্যাধুনিক বহুতল বিশিস্ট মাল্টি পারপাস ভবন নির্মান, সদরে অফিস কাম বানিজ্যিক ভবন নির্মান, বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ভাস্কর্য স্থাপনসহ বিভিন্ন মেঘা প্রকল্প হাতে নেয়া হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন এনএসএস এর উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজল বরন দাস, সাধারন সম্পাদক জাকারিয়া হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম আরিফ, মোখলেছুর রহমান, বিলাস দাস, জাকির মাহমুদ সেলিম, আফরিন জাহান নিনাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্বাচন বোর্ডে পটুয়াখালী -১ (সদস-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মনোনয়ন চাইবেল বলেও সাংবাদিকদের জানান।