বাউফলে চলছে অটো টমটম ও মটর সাইকেল: বাড়ছে সড়ক দূর্ঘটনা

বাউফলে চলছে অটো টমটম ও মটর সাইকেল: বাড়ছে সড়ক দূর্ঘটনা

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :

পটুয়াখালীর বাউফলে চলছে অটো, টমটম, মটর সাইকেল। বাড়ছে সড়ক র্দুঘটনা।  বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহনের সংখ্যা বেশি। ভাড়াকৃত মটর সাইকেল ড্রাইভার যাত্রীদের সাথে অশালীন আচারন করে থাকে। করে থাকে যাত্রী নিয়ে টানা হেচড়া।
জানা যায়, বাউফল উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করে অটো, টমটম ও মটর সাইকেল। টমটম তৈরি হয় স্থানীয় প্রযুক্তি দিয়ে। অটো ও মটর সাইকেল নিকটস্থ শহর থেকে কিনে রাতারাতি চালক হয়ে রাস্তা নামে। এরা কেউ ট্রাফিক আইন-কানুনের ধার ধারে না। দেখা গেছে উপজেলা সদরে চলাচলকৃত অটো যেখানে সেখানে  থামিয়ে যাত্রী উঠানামা করছে।
 বাউফল উপজেলা সদরের প্রভৃতি সড়কে কমপক্ষে ৫শত’অটো- টমটম ও মোটর সাইকেল চলে। প্রতিদিন হাজার হাজর যাত্রী জীবনের ঝুকি নিয়ে এ পথে চলে। মাল পরিবহনের দেশী যানগুলোকে বলা হয় টমটম। আরো জানা যায়, বাউফল সড়ক র্দুঘটনায় গত তিন বছররে  শতাধিক র্দুঘটনা  ঘটেছে। এ সময় মারা যায় ৩০ এর বেশি জন এবং আহত হয়েছে ৩ শতাধিক।
গত এক সপ্তাহ ধরে সড়ক পরিদর্শনে দেখা গেছে, বাউফল উপজেলা সদর থেকে বগা, কালাইয়া, দশমিনা, কালিশুরী ও কনকদিয়া সড়কে  প্রতিদিন এ সব যানবাহন চলছে। ভাড়ার কোনো নিয়ম কানুন নেই। সুযোগ বুঝে কোপ মেরে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে।
 বাউফল গোলাবাড়ি মোড়ে, কালাইয়া টেম্পু ষ্টান্ড  মোটর সাইকেল চালক যাত্রীদের সাথে অশোভনীয় আচরন করে থাকে। লোক দেখামাত্র কোথায় যাবে জিজ্ঞাসা করে টানাহেচড়া করে থাকে। মহিলা যাত্রী নিয়ে করে থাকে উত্তাক্ত।
 নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকজন ড্রাইভার অভিযোগ করেন, থানার পুলিশ প্রতি টেম্পু থেকে মাসিক মাসোহারা আদায় করে নিচ্ছে। এছাড়া থানার পুলিশ এর বিশেষ প্রয়োজন অর্থাৎ গ্রামাঞ্চলে টহল  কাজে প্রতি রাতে একাধিক  অটো টেম্পু ব্যবহার করছে।
পথযাত্রীর অভিযোগ হচ্ছে, উপজেলা প্রশাসনে পড়ে উদ্যোগ না নিলে নিয়ন্ত্রণ অসম্ভব। যান বাহন চালনা ও চলাচলের কিছু নিয়ম-কানুনের কথা যেমন গতি ৪০ কিলোমিটারের মধ্যে রাখা, মাথায় হেলমেট পরিধান, মোটর সাইকেলে ২ জনের বেশী যাত্রী না ওঠানো, নির্দিষ্ট পোশাক পরিধান ইত্যাদি নিয়ম। অমান্য করলে পুলিশকে আইন প্রয়োগের জন্য বলা হবে। পৌরসভার মধ্যে মাঝে মাঝে মোবাইল কোর্ট দিলে এ সংবাদ পেয়ে মটর সাইকেল  চালাকরা আড়াল হয়ে পড়ে।