র‌্যাবের অভিযানে ০১ জন ভুয়া ডাক্তার গ্রেফতার

র‌্যাবের অভিযানে ০১ জন ভুয়া ডাক্তার গ্রেফতার


আব্দুল আলীম খান পটুয়াখালী  : র‌্যাব-৮,সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল পটুয়াখালী জেলার সদর থানা এলাকায় টহল ডিউটি করাকালীন সার্কিট হাউজের সামনে অবস্থানকালে গত ০৮-০১০-১৮ তারিখ আনুমানিক ১২:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন পটুয়াখালী  জুবিলী স্কুল রোডস্থ  মুন্সেফপাড়া পটুয়াখালী হার্ট ফাউন্ডেশন এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসার মাধ্যমে রোগীদের সাথে প্রতারনা করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ আভিযানিক দলটি কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মাসুদ রানা, এর নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এর সহযোগিতায় ০৮/১০/১৮ তারিখ অনুমান ১২.৩০ ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থলে পৌছলে র‌্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০২ জন ব্যক্তিকে আটক করেন।  আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে (ভুয়া ডাক্তার) মোঃ দেলোয়ার হোসেন(৪০), পিতাঃ মৃত সোহরাব জমাদ্দার সায় শ্রীরামপুর, থানাঃ দুমকী, জেলা পটুয়াখালী বলে জানায়। পরবর্তীতে আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনগনের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী আসামীকে ০৬  মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন এবং পটুয়াখালী হার্ট ফাউন্ডেশন এন্ড ডায়াগনোস্টিক সেন্টারের মালিক তানভির রহমান শাহিন(৩৫) পিতাঃ মোঃ মোতাহার হোসেন সাং মুন্সেফপাড়াস্থ থানাঃ সদর, জেলা পটুয়াখালীডায়াগনোস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখার অপরাধে ২০০০০/-টাকা জরিমানা করে।