শারদীয় দূর্গোৎসবে কুষ্টিয়ায় ২৩৭ পূজা মন্ডপ প্রস্তুত

শারদীয় দূর্গোৎসবে কুষ্টিয়ায় ২৩৭ পূজা মন্ডপ প্রস্তুত

 রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি

শুরু হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব। এটি সনাতন ধর্মালম্বলী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে চলে আসছে উৎসব। উৎসবকে কেন্দ্র করে জেলার ২৩৭ টি পূজা মন্দির গুলোতে চলছে সাজ সাজ রব। প্রতিমা গুলোতে রং তুলির আচরে চলছে কনেকটা শেষ মুহুর্তের কাজএদিকে দুর্গা পূজা সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হওয়ায় ঘরে ঘরে চলছে কেনাকাটার ধুম। নতুন পোষাকে দেবীর আরাধনা করতে ব্যস্ত অনেকে নতুন পোষাক কিনতেও। শহরের অধিকাংশ মার্কেট গুলোতে বেশ ভীর লক্ষ করা গেছে। শহরের মন্দির গুলো ঘুরে দেখা গেছে, পূজা মন্দির গুলোতে চলছে সাজ সাজ রবপ্রতিমা তৈরির কজের শেষের মধ্য দিয়ে শুরু হয়েছে আলোকসজ্জার কাজ। বিগত বছরগুলোর মতো পূজা মন্ডপ ছাড়াও মন্ডপ সংলগ্ন সড়কে আলোকসজ্জা করা হচ্ছেকুষ্টিয়া জেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস জানান, অতীতের চেয়ে সাম্প্রদায়িক সম্প্রতি ভালো অবস্থানে রয়েছে। তাছাড়াও দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় প্রশাসন যথেষ্ট নিরাপত্তা দিয়ে থাকেন। এবছর কুষ্টিয়া জেলায় ২৩৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে