বাউফলে তালবীজ রোপণ উদ্বোধন করেন চীফ হুইপ

বাউফলে তালবীজ রোপণ উদ্বোধন করেন  চীফ হুইপ

দেলোয়ার বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও বজ্রপাত মোকাবেলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ব্যাপি তালবীজ রোপণ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ আসম ফিরোজ, এমপি এ বীজ রোপণ উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কৃষিকর্মকর্তা মো. আরাফাত হোসেন জানান, বাউফলের ১৫টি ইউনিয়নে মোট ১০হাজার তালবীজ রোপণ করা হবে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে ৮টি ভেন্যু করে উপজেলা কৃষিকর্মকর্তা অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে চিফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এ বীজ রোপণ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুশ চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, চিফ হুইপের একান্ত সহকারী আনিচুর রহমান প্রমুখ।