পটুয়াখালী নিরাপদ সড়ক ও ট্রাফিক সপ্তাহ উদ্বোধন

আব্দুল আলীম খান, পটুয়াখালী প্রতিনিধি, আজ পটুয়াখালী ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলা স্কাউট,রোভার স্কাউট ও জেলা পুলিশের সমন্বয়ে সকাল ১০.০০ টার সময় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। নিরাপদ সড়ক এর লক্ষে কাজ করার জন্য পটুয়াখালীতে ০৩ টি চেক পোস্ট চালু করা হয় পটুয়াখালী সরকারী মহিলা কলেজ এর সামনে, সোনালী ব্যাংকের সামনে ও চৌরাস্তা মহাসড়কে। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে কঠোর ভাবে মটর গাড়ী চেক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পটুয়াখালী থানা ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী মেজিস্ট্রেট মোঃ মাহাবুবুল ইসলাম। তিনি মটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ধারা মোতাবেক জরিমানা করেন। স্কাউট ও রোভার স্কাউট এর সহযোগীতায় পুলিশ প্রসাশন মটর সাইকেল, মিনি পিকআপ,ট্রাক, প্রাইভেট কার, কভার ভ্যান এবং তাদের ড্রাইভিং লাইসেন্স ও গাাড়ীর ফিটনেস চেক করেন। যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ীর ফিটনেস পাওয়া যায়নি তাদের জরিমানা ও মামলা করা হয় এবং যাদের কাছে মটর সাইকেল এর কোন কাগজ পাওয়া যায়নি তাদের গাড়ী আটক করে থানায় নেওয়া হয়। প্রসাশন যানায় ড্রাইভিং লাইসেন্স,গাড়ীর ফিট নেস ও মটরসাইকেল হেলমেট ছাড়া এবং অবৈধ কোন গাড়ী রাস্তায় চলতে পারবেনা এবং ট্রাফিক সপ্তাহ ০৫/০৮/১৮ থেকে ১২/০৮/১৮ পর্যন্ত চলবে। তারা সরকারের আইন বাস্তবায়ন করবে বলে জানায়। এ বাস্তবায়নে সকল স্থরের জনগন পুলিশ প্রসাশনকে অভিনন্দন জানায়।