গলাচিপায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতাঃ- 
“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার গলাচিপায় ২৭ তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে কামরুল জাহান বাচ্চুর উদ্যোগে ও এসএসডিপি এর বাস্তবায়নে পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত শরৎ বিহারী প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিদ্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সোহরাব আলী হাওলাদার এর নেতৃত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেয়। র‌্যালি শেষে প্রতিবন্ধী বিদ্যালয়ের হলরুমে মো. সোহরাব আলী হাওলাদার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. সোহরাব আলী হাওলাদার বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। ওদেরও আছে সমাজে খেয়ে পরে ভালোভাবে বেঁচে থাকার অধিকার। প্রথাগত নিয়মের গন্ডি ভেঙ্গে প্রতিবন্ধীদেরকে পরিবার ও সমাজের বোঝা হিসেবে না ভেবে তাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তা কামরুল জাহান বাচ্চু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম টিপু, মো. রুবেল, সাথী রানী দাস, শিবানী রানী সরকার, মো. মাসুম বিল্লাহ, ডেইজী বেগম, সুমা বেগম, সুজিত দাস, বিথী রানী দাস, মো. জাকির হোসেন, সুমা দে, রুমানা বেগম প্রমুখ।