গণতন্ত্র অনুশীলনের প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

গণতন্ত্র অনুশীলনের প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে
বরিশাল লাইভ অনলাইন ডেক্স:
ভোটের সময় যে গণতন্ত্রের কথা বলা হয়, ক্ষমতায় গেলে তা ‘নিত্যদিনের অনুশীলনে পরিণত’ করার প্রতিশ্রুতি এসেছে বিএনপির নির্বাচনী ইশতেহারে।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সরকারবিরোধী যে মোর্চার সঙ্গে মিলে বিএনপি অংশ নিচ্ছে, সেই জাতীয় ঐক্যফ্রন্টের মতো ‘রাষ্ট্রে জনগণের মালিকানা সুদৃঢ়’ করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “নির্বাচনের জয়লাভ করে সরকার গঠন করলে ঐক্যমত, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতা- এই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে।

“‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’ সংবিধানের এই নীতির ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের মালিকদের মালিকানা সুদৃঢ় করা। শুধুমাত্র নির্বাচনে জেতা দলের মানুষের নয়, এই মালিকানায় সকল দল, ব্যক্তি ও মতাদর্শে অন্তর্ভুক্ত হবে।”

সকাল সাড়ে ১১টায় গুলশানের হোটেল লেকশোরে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়।

ইশেতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান, গণভোট পদ্ধতি পুনঃপ্রবর্তন, উচ্চকক্ষ সংসদ প্রতিষ্ঠা,  বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিল বিশেষ ক্ষমতা আইন’৭৪ বাতিল, বেকার ভাতা প্রদানসহ ১৯ দফা প্রতিশ্রুতি রয়েছে।

সূত্রঃ বিডিনিউজ24