বরগুনার তালতলীতে গাভিন গরু জবাই কেরোসিন দিয়ে মাংস মাটিতে পুতে দিল জনতা

বরগুনার তালতলীতে গাভিন গরু জবাই  কেরোসিন দিয়ে মাংস  মাটিতে পুতে দিল জনতা
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি বরগুনার তালতলী উপজেলার মাংস ব্যবসায়ী মোঃ জালাল কসাই একটি গর্ভবতী গাভী জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্ট হয়েছে শনিবার সকালে নিয়ম-নীতি অমান্য করে তালতলী মাছ বাজার সংলগ্ন জেডিগার্ড খালের পাড়ে গাভীটি জবাই করে। এসময় গাভীর গর্ভ থলিতে একটি বাচ্চা দেখতে পায় স্থানীয় জয়নাল মিয়া। তিনি চিৎকার দিলে বাচ্চাটি তাৎক্ষণিক খালের পানিতে ফেলে দেয়। এ সময় জয়নাল মিয়া গর্ভ থলিটি কেরেনিয়ে এলাকা বাসি দের দেখায় কিছুক্ষণ পরে সাধারণ জনতা জালাল কসাইর মাংস বিক্রয় বন্ধকরে রাখে । পরবর্তীতে ক্ষিপ্ত জনতার চাপের মুখে জালাল কসাইর জবাই কৃত গাভীটির সকল মাংসে কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়। এ বিষয় তালতলী উপজেলার পুশু চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার বলেন আমার সহকারী মাহবুব গরু গুলো পরিক্ষা করে আমাকে জানিয়েছে দুটো গরু গর্ভবতী ছিল। প্রেজেক্ট থেকে নিয়োগ কৃত সহকারী পশু চিকিৎসক মাহবুব তালুকদার বলেন জবাই কৃত গরুটি আমি পরিক্ষা করিনি। জালাল কসাইর সহকারী কসাই বশির জানান গত কাল জবাই কৃত গরুটিও পরিক্ষাকরা হয়েছে। এলাকাবাসী অনেকেই জানান, জালাল কসাই অনেক সময় গাভীন কৃত গরু জবাই করে মাংস সাধারণ মানুষের কাছে বিক্রি করে। অভিজ্ঞ মহলের মতে নির্দিষ্ট যায়গায় পশু ডাঃ দিয়ে পরিক্ষা-নিরিক্ষা করে মাংসের উপর ছিল দিয়ে একজন আলেম দিয়ে জবাই করলে অথবা বলদ গরু জবাইর নিয়ম করলে এজাতীয় ঘটনা এড়ানো সম্ভব।