বাউফলে মাদকসেবীদের ঈদবরণ। শতাধিক স্থানে মাদক বিক্রি

বাউফলে মাদকসেবীদের ঈদবরণ। শতাধিক স্থানে মাদক বিক্রি

সাইফুল ইসলাম,
বাউফল প্রতিনিধি

বাউফলে মাদকসেবী ও ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার বিতরন করেছেন থানার পুলিশ। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক স্থানে মাদক বিক্রি হচ্ছে। ওপেন ঘুরে ফিরে মাদক বিক্রি করছে প্রশাসনের সামনে। বাউফল থানায় অনুষ্ঠিত মাদকসেবী ঈদ উপহার বিতরণ প্রসংশিত হলেও সাধারন মহলে হাস্যকর হয়ে উঠেছে। ঈদকে কেন্দ্র করে যেন মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে।
এ বিষয়টি একাধিক পুলিশের বক্তব্য হচ্ছে, সরাসরি হাতে মালসহ না হলে ধরা যায় না। একাধিক মহলের বক্তব্য হচ্ছে, আইন শৃংখলা বাহিনীর তালিকাভুক্ত রয়েছে মাদকব্যবসায়ী। নিয়মিত মাদক ব্যবসা করছে। পুলিশ দেখেও না দেখার ভান করে তাদের থেকে নিয়মিত মাসহারা আদায় করছে।

 উপজেলার সম্প্রতি কতজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের আইনের আওয়াতায় নিয়ে কি ধরেনর শাস্তি দেওয়া হয়েছে। জেল থেকে ফিরে গিয়ে তাদের জীবনেকোনো পরিবর্তন আসছে কিনা এ তথ্য না দিয়ে বিষয়টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও মাদবসেবীদের মনে ইতিবাচক প্রভাব পড়েছে না, আরো উদ্ধুদ্ধ হচ্ছে। এ নিয়ে রয়েছে সুশীল সমাজের মনে নানা প্রশ্ন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজনের বক্তব্য হচ্ছে, আইনশৃংখা বাহিনী পুলিশ মাদক নিয়ন্ত্রনে মাদবসেবী আইনের আওতায় না নিয়ে প্রচারনা উদ্যেগ ব্যানার টানিয়ে ঈদ উপহার বিতরন প্রশংসা পাওয়ার প্রচারনা। অন্যদিকে গ্রেফতারকৃত মাদকসেবীদের জেলহাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশ একই মোটর সাইকেল মাদকসেবীদের নিকট আতœীয়দের নিয়ে পটুয়াখালী গমন করছে।

 গত রবিবার দুপুরে বাউফল থানার সেমিনার কক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আতœসর্মপন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসাবে ঈদ সামগ্রী বিতলন করেন। এ সময় আতœসর্ম্পনকৃতদে নতুন জীবনে ফুল দিয়ে বরন করেনেয়া হয়। ঈদউপহার হিসাবে লুঙ্গি পোলাউ চাল চিনি সেমাই ও সোয়াবিন তৈল বিতরন করেন।  উপজেলার তালিকাভুক্ত মাদকসেবীদের গ্রেফতার করার জন্য কি ধরনের উদ্যোগ রয়েছে তা স্পষ্ট নয়।