সাত বারের এমপি আ.স.ম ফিরোজকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বাউফলবাসী।

সাত বারের এমপি আ.স.ম ফিরোজকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বাউফলবাসী।

হারুন অর রশিদ,বাউফল প্রতিনিধি॥
নৌকার ঘাটি হিসেবে খ্যাত জাতীয় সংসদের ১১২পটুয়াখালী-২ নির্বাচনী এলাকার জনগন বার বার নৌকায় ভোট দেয় মন্ত্রী পাওয়ার আশায়। প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি আর বহুল প্রত্যাশা নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফলবাসী লাকি সেভেনের এমপি বানালেন দশম জাতীয় সংসদের চীফহুইপ আ.স.ম ফিরো কে। এ বছর বাউফলের সর্বস্তরের মানুষের শ্রদ্বা আর ভালবাসায় সিক্ত হয়ে তিনি ১লাখ ৮৫ হাজার ৭৮৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গড় হিসেবে ৭৩.৭৬ ভাগ এবং কাষ্টিং ভোটের ৯১ ভাগ ভোট তিনি পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি মো. নজরুল ইসলাম হাত পাখা প্রতীক নিয়ে ৯হাজার ২৬৯ ভোট, ধানের শীষ প্রতীক নিয়ে সালমা ইসলাম ৫৬৬০ ভোট ও কমরেড সাহাবুদ্দিন পেয়েছেন ১০৯৯ ভোট।  প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ অভিজ্ঞ একাদশ জাতীয় সংসদে কোন কেবিনিটে দায়িত্ব দিয়ে শিক্ষিত নন্দিত জনপদ বাউফল ও বাউফলবাসীকে ধন্য করবেন এমনই আশায় এখন তারা তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। 


এই আসনে ১৯৭০ সালের নির্বাচনে এবং স্বাধীনতার পর ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রবীন রাজনীতিবিদ অ্যাডভোকেট খন্দকার আবদুল আজিজ সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে এই আসনে ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হওয়া সত্বেও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের হাতছাড়া হলেও ২০০৮ সালের নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করেন আ.স.ম ফিরোজ। এরপর তাকে জাতীয় সংসদের হুইপ করা হয়। ২০১৪ সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখহাসিনা আ.স.ম ফিরোজের সততা ও কর্মদক্ষতায় খুশি হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ পদে অলংকৃত করেন।
বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক উব্রাহিম ফারুক বলেন, লাকি সেভেন আ.স.ম ফিরোজকে বারবার নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিচ্ছে বাউফলবাসী। বাউফল বাসীর প্রাণের আকা্খংা তাদের এ নেতাকে মন্ত্রী করে বাউফলবাসীকে অলংকৃত করবেন দলীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই প্রত্যাশা বাউফলবাসীর।