বাউফলে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন ... পিজুস চন্দ্র দে

বাউফলে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন  ... পিজুস চন্দ্র দে

এম অহিদুজ্জামান ডিউক, বাউফল প্রতিনিধি
পটুয়াখালী-২ বাউফল আসনে নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি শেষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনে ব্যবহৃত সকল ধরনের সামগ্রী। শনিবার সকাল থেকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ১০৮ জন প্রিজাইডিং অফিসারের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও সিল হস্তান্তর করা হয়। ১০৮টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ন ৭০টি কেন্দ্রে নির্ধারিত আইনশৃংখলা রক্ষা বাহিনির সাথে অতিরিক্তি পুলিশ সেনাবাহিনি ও বিজিবির টহল অব্যাহত থাকবে। প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনের দিন স্থায়ী রাখা হয়েছে ১২ জন আনসার ১ জন গ্রাম পুলিশ ও ২জন পুলিশ সদস্য। কয়েকটি কেন্দ্রে দেয়া হয়েছে ১জন পুলিশ অফিসার সহ ৩ জন পুলিশ ফোর্স। পাশাপাশি উপজেলার ২ লক্ষ ৫১ হাজার ৮শত ৫৮জন ভোটারের সকল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে র‌্যাব সদস্যদের ভ্রাম্যমান টিমের পাশাপাশি ৫২ জন্য সেনাবাহিনী ও ২৩ জন বিজিবি সদস্যকে মাঠে রাখা হয়েছে।
সহকারী রির্টানিং কর্মকর্তা পিজুস চন্দ্র দে জানিয়েছেন, সকল কেন্দ্রের প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বর একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়া হবে।