বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা ....আ.স.ম ফিরোজ

বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা ....আ.স.ম ফিরোজ

মোঃ দেলোয়ার হোসেন,  বাউফল :  জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি বলেছেন, স্বাধীনতা, সংগ্রাম ও উন্নয়নের প্রতীক নৌকা। বদলে দেওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি নৌকা। নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছে, উন্নয়ন দিয়েছে। আত্ম সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। বাংলার জনগণ আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও প্রমাণ করবে- বাংলাদেশ কারো ধরনা ধরে না, বাংলাদেশ আপন গতিতে এগিয়ে চলে। কোনো পরাশক্তিকেও বাংলার মানুষ ভয় পায় না।
গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে বাউফল পৌরসভার উদ্যোগে বাউফল পাবলিক  মাঠে নৌকার এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে পথসভায় যোগ দেন সাধারন ভোটার, দলীয় নেতাকর্মী,শিক্ষক,সচেতন নাগরিক ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
 আ.স.ম ফিরোজ আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ আজ বিশ^ দরবারে রোল মডেল। আমাদের এ অকল্পণীয় উন্নয়ন অগ্রযাত্রা অনেক মোড়লদের সহ্য হয় না। তাই তারা আমাদের অভ্যন্তরে ষড়যন্ত্র শুরু  করেছে। আর এ ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে বিশ^ মোড়লরা বিএনপির ওপর ভর করেছে। আর বোকার দল বিএনপি বিদেশী নেতাদের ফাঁদে পা দিয়ে আজ দিশেহারা হয়ে পড়েছে। বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। যার জন্য তাদের পস্তাতে হবে।
 পৌর আ.লীগের সভাপতি ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আ.লীগের আন্তর্জাতিক জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য রায়হান সাকিব,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান,আ.লীগের সহ:সভাপতি সামসুল আলম,সহ:সভাপতি হুমায়ন কবির,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান,জীবন কুষ্ণ সাহা প্রমুখ ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে  মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন  জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ (আ’লীগ), ডা. জোবায়ের হোসেন (বিএনএফ), মাহবুবুল আলম (তৃণমূল বিএনপি) ও মহসীন হাওলাদার (জাতীয় পার্টি)। ৪ প্রার্থীর মধ্যে এ আসনে বার বার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসম ফিরোজ এমপি নির্বাচিত হয়ে আসছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৮ম বারের মতো আসম ফিরোজ এমপি নির্বাচিত হবেন বলে মনে করছেন তার নেতাকর্মীরা।