বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বাউফলে আ’লীগ নেতাকে হত্যা চেষ্টার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

দেলোয়ার হোসেন,বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আওয়ামীলীগ নেতা রেজাউল করিমকে (৫৫) হত্যা চেষ্টার মামলায় বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালীর আমলী আদালতে দুই পক্ষের কৌশলীর মধ্যে শুনানী শেষে বিচারক আশিকুল ইসলাম আশিক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান (৪০) সহ মোট ৪ আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ছেলে। কারাগারে প্রেরণ করা অন্য ৩ আসামী হলেন শাহাবুদ্দিন আকন (৩৮),রাসেল হাওলাদার (৩৬) ও আশরাফ উদ্দিন (৩৩)। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর আওয়ামীলীগ নেতা রেজাউল করিম নৌকা মার্কার উঠান বৈঠক থেকে বাড়ি ফেরার পথে হত্যা চেষ্টার তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করা হয়। পরে এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা হওয়ার পর আসামীরা মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে গত ৩ জানুয়ারী উচ্চ আদালত থেকে জামিন নেন। জামিনে আসার পর আদালতে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করায় সোমবার ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান সহ ৪ আসামীকে কারাগারে প্রেরণ করা হয়। প্রসঙ্গত দীর্ঘদিন থেকে বগা ইউনিয়নে আওয়ামীলীগের অভ্যন্তরীণ কোন্দলের কারনে হামলা ও পাল্টা হামলার একাধিক ঘটনা ঘটে।