পটুয়াখালী র‍্যাব-৮ এর অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১ বছরের কারাদন্ড

পটুয়াখালী র‍্যাব-৮ এর অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার, ১ বছরের কারাদন্ড
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বাধঘাট জি এম আর ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব-৮ এর অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার। ১৪ অক্টোবর সোমবার বিকাল ৩ঃ০০ ঘটিকার সময় জিএমআর ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব অভিযান চালিয়ে, কর্মরত ডাক্তারের ডাক্তারি সার্টিফিকেট যাচাই-বাছাই করে ভুয়া ডাক্তার শনাক্ত করেন, এস এম নাসির উদ্দিন মাহমুদ(৩৯) পটুয়াখালী দক্ষিণ বাজারঘোনা গ্রামের নুরুল হক সিকদারের ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, এস এম নাসির উদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে প্রতারণা করে আসছে তার সকল ডাক্তারি সার্টিফিকেট যাচাই বাছাই করে ভুয়া ডাক্তার সনাক্ত করা হয়। এ প্রতারণা জন্য তাকে(০১) এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ,ও লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা এবং বিভিন্ন অনিয়মের জন্য ডায়াগনস্টিক সেন্টারের মালিক, শামচুনাহার পারভীনকে দুই লক্ষ (২০০০০০) টাকা ও ম্যানেজারকে পাচহাজার (৫০০০)টাকা জরিমানা করা হয় এবং জিএমআর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। পটুয়াখালী র‍্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পটুয়াখালী জি এম আর ডায়াগনস্টিক সেন্টারে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও প্রতিনিয়তই প্রতারণা করে যাচ্ছে, ভুয়া ডাক্তার এস এম নাসির উদ্দিন মাহমুদ, ভ্রাম্যমাণ আদালত ও সিভিল সার্জনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় মেয়াদোত্তীর্ণ ঔষধ ওবিভিন্ন অনিয়মের জন্য প্রতিষ্ঠানের মালিকে (২০০০০০) টাকা জরিমানা ও ম্যানেজারকে (৫০০০) টাকা জরিমানা এবং ভুয়া ডাক্তার এস এম নাসির উদ্দিন মাহমুদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে তিনি আরো বলেন সবাই তথ্য দিয়ে সহযোগিতা করুন।