বাউফল ছাত্রলীগের সংবাদ সম্মেলন

বাউফল ছাত্রলীগের সংবাদ সম্মেলন

মো: অহিদুজ্জামান ডিউক , প্রতিনিধি বাউফল
পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য আসম ফিরোজ এমপি বিভিন্ন ইউনিয়নে ছাত্রলীগ কমিটি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা ছাত্রলীগ (মেয়র গ্রুপ)। শনিবার বেলা ১১টায় পৌর শহরের উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান হাসান বলেন, সম্পুর্ন গঠনতন্ত্র পরিপন্থি ও গায়ের জোরে স্থানীয় সংসদ আসম ফিরোজ এমপি মহোদয়ের নির্দেশে একটি মহল ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠন করার বিষয়টি আমার ২৫ অক্টোবর শুক্রবার জানতে পারি। কাছিপাড়া ডিগ্রি কলেজ মাঠে ওই অবৈধ কমিটি গঠনের সময় এমপি উপস্থিত ছিলেন। তার উপস্থিতেই ছাত্রলীগের কমিটি নিয়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে ২০১৮ সালে ২ জানুয়ারী তার ছেলে রায়হান সাকিব বাউফল ইউনিয়নে অবৈধ ভাবে কমিটি গঠনের চেষ্টা করে স্থানীয় ছাত্রলীগের তোপের মুখে পরে সেই চেষ্টা ব্যর্থ হয়। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সম্পাদক সহ ৩০ থেকে ৩৫ জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এমপি মহোদয় ছাত্রলীগকে বিতর্কীত করতে অপচেষ্টা চালাচ্ছেন। অবৈধ ভাবে তার এহেন সংগঠন পরিপন্থি কাজের  জন্য তিব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি বৈধ ছাত্রলীগের পক্ষে লেখার জন্যও স্থানীয় সাংবাদিকদের কাছে অনুরোধ জানান।
আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুপন ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান তালুকদার।