পটুয়াখালী বদরপুরে সন্ত্রাসী রনি ও তার দুই সহচর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি

পটুয়াখালী বদরপুরে সন্ত্রাসী রনি ও তার দুই সহচর গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি
আব্দুল আলীম খান পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের আতংকের আরেক নাম রনি বাহিনী,তার পুরো নাম জহিরুল ইসলাম রনি ও প্রধান দুই সহোচর রফিক,রুবেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে আশার খবর পাওয়া গেছে।
 
এছাড়াও জানাগেছে কিছুদিন পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত থাকলে  একাধিক অপরাধ সংঘটিত করার কারনে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় তাকে।দলের পথ পজিশন হারিয়ে দিশেহারা হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।তার একটি নিজস্ব বাহিনীর কয়েজন সদস্য রয়েছে এর মধ্যে ডান বামে প্রধান দুজন রফিক,রুবেল। কিছুদিন পূর্বে ইউনিয়ন যুবলীগের সদস্য রফিকের চালের দোকানে হামলা চালিয়ে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এবং মোটা অংকের চাদা দাবী করে,চাদার টাকা পরিশোধ করতে না পারায় বসতঘরে হামলা ও ভাংচুর চালিয়ে ঘরে থাকা নগত অর্থ ও স্বর্নকার লুট করে প্রান নাশের হুমকিও দিয়েছে।
 
এ নিয়ে রফিক বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। রনির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানা সহ বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে, এদিকে রনির জেলে জাওয়ার খবর এলাকায় ছরিয়ে পরলে এলাকার মানুষ আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করেছে।  
 
রনির বিষয়ে সরেজমিনে অনুসন্ধানে গেল নাম প্রকাশে অনিচ্ছুক, অনেকেই বলেন, এলাকায় এমন কোন অপকর্ম নেই যা রনি করেনি, রনি বাহিনীর নির্যাতনের স্বীকার এলাকার অনেক মানুষ, তাই প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে কেউ রাজি হয়নি।    
 
তবে এলাকার সচেতন জনতারা বলেন রনিকে শুধু জেলে দিলেই হবেনা ওর বাহিনীর সদস্যদের আইনের মাধ্যমে কঠিন থেকে কঠিনতম শাস্তি নিশ্চিত করার দাবী জানান।