বাউফলে ভূমি বন্দোবস্ত কমিটি সভা অনুষ্ঠিত

বাউফলে ভূমি বন্দোবস্ত কমিটি সভা অনুষ্ঠিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। বুধবার   সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেণ জাতীয় সংসদ সাবেক চীফ হুইপ  আ.স.ম.ফিরোজ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান  মো:  মোসারফ  হোসেন খান, সহকারি কমিশনার ভূমি মোঃ  আনিছুর রহমান বালী, নাজিরপুর ইউপি  চেয়ারম্যান  মো: ইব্রাহিম ফারুক, মুক্তিযোদ্ধা মো: ইউসুফ উপজেলা   সমাজ  সেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান মিয়া। এ সময় বাউফল উপজেলার ৬ তহসিলদারসহ সার্ভেয়ার, ইউপি সদস্য ও এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় খাসজমি বন্দোবস্ত , ডিয়ারা জরিপ,   পেরিপেরি ও  ভ’মি উন্নয়ন কর নিয়ে আলোচনা  ও সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা ভূমি বন্দোবস্ত কমিটি সভা নিয়মিত অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলে দীর্ঘ  দুই বছর পরে অনুষ্ঠিত। সভায় উপজেলা ভ’মি বন্দোবস্ত কমিটি সদস্য নাজিরপুর ইউপি  চেয়ারম্যান ইব্রাহিম ফারুব জানান, ২০১৮ সালে ১০ এপ্রিল ভ’মি বন্দোবস্ত কমিটি  শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।  এর পরে আর  কোন সভা হয়নি।