বাউফলে গরুতে ধানের চারা খেয়ে ফেলায় দুই পরিবারের সংঘর্ষ। আহত ১৫

বাউফলে গরুতে ধানের চারা খেয়ে ফেলায় দুই পরিবারের সংঘর্ষ। আহত ১৫

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে গরুতে ধানের চারা খেয়ে ফেলায় প্রতিবেশি দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ৯টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।
জানা গেছে, চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা জলিল মৃধার জমির ধানের চারা খেয়ে প্রতিবেশি সেলিম সিকদারের গরু। বিষয়টি অপর প্রতিবেশি খলিল আকন দেখেতে পেয়ে বিষয়টি ক্ষেত মালিক জলিল মৃধাকে জানায়। এ ঘটনায় সেলিম সিকদারের স্ত্রী শাহানুর বেগমের সাথে খলিল আকনের কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে খলিল আকনের ছেলেরা এবং সেলিম সিকদারের ভাইয়েরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদের মধ্যে খলিলুর রহমান সিকদার(২৫), আবু বকর সিদ্দিক(২২), মো. আরিফ সিকদার(১৮), মোঃ সেলিম সিকদার(৪৫), মোসা. মনোয়ারা বেগম(৩৫), মোঃ আনছার ঢালী(৪৫), আল আমিন(২৭), মাহাবুব(২২), রাব্বি(২০), শামিম(৩০)কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কবির(৩৫) আকন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।