জীববিজ্ঞান ২য় পত্র

জীববিজ্ঞান ২য় পত্র

শিখা ব্যানার্জী
প্রভাষক,প্রাণিবিজ্ঞান
বাউফল সরকারি কলেজ
বাউফল,পটুয়াখালী
সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জেন,আজ তোমাদের বলব ৪র্থ পর্বের কথা।
৪র্থ পর্ব--NEMATODA  
Nematos অর্থ-সুতা     eidos   অর্থ আকৃতি,অর্থাৎ এ পর্বের প্রাণিরা সুতাকৃতির হয়। এজন্য এদের সুতাকৃমি বলে । এ পর্যন্ত এ পর্বের শনাক্তকৃত প্রজাতির সংখ্যা ২৫০৩৩টি।এদের অধিকাংশ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ দেহে পরজীবী হিসেবে বাস করে । মুক্তজীবী নেমাটোডার উদাহরন --শ্রেণি –Aphasmida--অর্ন্তগত
Plectus,Tripyla,Enoplus ইত্যাদি।
পরজীবী নেমাটোডার উদাহরন---Ascaris,Loa loa--

পর্ব নেমাটোডার বৈশিষ্ট্য--
(১)    এদের দেহ নলাকার,দ্বিপার্শ্বীয় প্রতিসম,মধ্যভাগ চওড়া,উভয়প্রান্ত সরু। এদের দেহে কোন খন্ডায়ন নেই।
(২)    এদর নমনীয় দেহ পুরু কিউটিকল দিয়ে আবৃত,ইলাস্টিন-এর উপস্থিতি কিউটিকল-কে নমনীয়তা দান করে । জীবদেহের অভ্যন্তরে থাকার সময় যাতে টিকে থাকতে পারে তার জন্য এরূপ প্রতিরোধমূলক ব্যবস্থা ।
(৩)    পোষকদেহে যাতে আটকে থাকতে পারে,সেজন্য এদের মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ঠোঁটে আবৃত ।
(৪)    এদের দেহগহবর মেসোডার্মাল পেরিটোমিয়াম দ্বারা সম্পূর্ণভাবে আবৃত থাকেনা বলে এদের সিলোমকে অপ্রকৃত সিলোম বা স্যুডোসিলোম বলে । এরাও ত্রিস্তরী।
(৫)    পৌষ্টিকনালী সম্পূর্ণ, তবে সোজা নলের মত শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত । এ নালিটি দেহপ্রাচীরের সাথে প্রায় সমান্তরাল ভাবে প্রসারিত,এজন্য এসব প্রাণীর দেহকে নলের ভিতর নল ধরনের দেখায় ।
(৬)    এদের রেচন অঙ্গ একজোড়া পার্শ্বীয় রেচন নালী দিয়ে গঠিত। এদের পেশিতন্ত্র সুগঠিত,কিন্তু শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র নেই । এরা অঙ্গ-তন্ত্র গঠন মাত্রার প্রানী ।
(৭)    একটি নার্ভকর্ড ও দীর্ঘ ¯œায়ুরজ্জু দিয়ে এদেে স্নায়ুতন্ত্র গঠিত।
(৮)    এরা একলিঙ্গ প্রাণী । অর্থাৎ যৌন দ্বিরূপতা দেখা যায় । এদের স্ত্রী ও পুরুষ সদস্য বর্ণ, আকার আকৃতি ও গাঠনিক ভাবে পৃথক।
কয়েকটি নেমাটোডা পর্বের প্রাণীর বৈজ্ঞানিক নাম---
Loa loa (চোখ কৃমি)
Ascaris lumbricoides (গোল কৃমি)
Trichuris trichiura (চাবুক কৃমি)
অংপধৎরং মানব দেহে অ্যাসক্যারিয়াসিস নামক রোগ সৃষ্টি করে । শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয় এবং অপুষ্টিতে ভোগে । কারন এরা পোষক দেহে বাস করে পুষ্টি পদার্থ খেয়ে ফেলে ।
এরোগে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক অবস্থায় পেটে ব্যথা ,খাদ্যে অরুচি,বমি বমি ভাব,ডায়রিয়া ইত্যাদি উপসর্গ দেখা যায় ।দীর্ঘদিন ধরে আক্রান্ত ব্যক্তি অনিদ্রা ,রক্তশূণ্যতা ইত্যাদিতে ভোগে । কখনো কখনো এরা অন্ত্রের প্রাচীর ছিদ্র করে পেরিটোনাইটিস ঘটায় ,তখন ্ঐ ব্যক্তি মৃত্যুমুখে পতিত হয় ।
এসব পরজীবীর সংক্রমণ থেকে মুক্ত হলে(১) স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করতে হবে ।( ২)শাক-সবজি উত্তম রূপে ধৌত করে খেতে হবে । (৩)হাত-পায়ের নখ কেটে রাখতে হবে ।(৪) খাবার ঢেকে রাখতে হবে ।(৫) মল ত্যাগের পর সাবান দিয়ে উত্তমরূপে হাত ধৌত করতে হবে ।
আর রোগে আক্রান্ত হলে মেবেনডাজল কমবেনট্রিন ওষুধ খেতে হবে।
প্রশ্নমালা
(১)   Nematos অর্থ কি?
(২)    ১টি মুক্তজীবী নেমাটোডার বৈজ্ঞানিক নাম লিখ।
(৩)    কিউটিকল কি?এর কাজ কি?
(৪)    স্যুডোসিলোম বলতে কি বুঝ?
(৫)    নলের ভিতর নল কথাটির অর্থ কি?
(৬)    যৌন-দ্বিরূপতা কি?