বাউফলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

বাউফলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

ইমাম হোসেন মনা, বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট( অনুর্ধ্ব-১৭),২০১৮ এর শুভ উদ্ভোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা সদর পাবলিক মাঠে প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আসম ফিরোজ (এমপি) শান্তির প্রতীক এক জোড়া সাদা পায়রা উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্ভোধন করেন। উপজেলা নির্বাহি অফিসার ও ক্রিয়া পরিষদের সভাপতি পিজুস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন হাওলাদার, উপজেলা ক্রিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক হুমায়ুন কবির, থানা ভারপ্রাপÍ কর্মকর্তা(ওসি) মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামছুল আলম মিয়া, চীফ হুইপের একান্ত সহকারি আনিচুর রহমান। এ ছাড়া কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, বগা ডিগ্্রী কলেজের অধ্যাক্ষ হুমায়ুন কবির, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক (আলকাছ মোল্লা), বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বগা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, নওমালা ডিগ্রী কলেজের প্রভাষক কবিরুজ্জামান,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন। উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এ ফুটবল টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে বলে জানা গেছে। উদ্ভোধনী খেলা নির্দৃষ্ট সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে অতিরিক্ত ১০ মিনিট সময়ে কোন দল গোল করতে না পারায় শেষ পর্যন্ত পেনাল্টি শুটে কাছিপাড়া ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে কালাইয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে। খেলাটি পরিচালনা করেন বাউফল সরকারি কলেজের শিক্ষক শফিকুল ইসলাম (বাদল)।

ছবিঃ Rafiqul Islam