বাউফলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গা-ডাকা দিয়েছে-

বাউফলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গা-ডাকা দিয়েছে-

 মোঃ দেলোয়ার হোসেন, বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ধরা ছোয়ার বাইরে থেকে  গা-ডাকা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 প্রধানমন্ত্রী নির্দেশে মহা পুলিশ পরিদর্শকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যাপক তৎপরতার মুখে মাদক প্রতিরোধে বাউফল পুলিশও ব্যাপক তৎপর হয়ে উঠলেও তালিকাভ’ক্ত মাদক ব্যবসায়ীরা নিজেদের আস্তানা ছেড়ে নিরাপদ আশ্রয় বেছে নিয়েছেন।
সূত্রে জানাযায়, থানায় মাদক ব্যবসায়ীদের একটি তালিকা চুরান্ত করার পর গ্রেফতার অভিযান শুরু হলে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা  সকলেই আত্নগোপনে চলে গেছে। সারা দেশে মাদক ব্যবসায়ী নিহতের খবরেও মাদক ব্যবসায়ী চক্রের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বন্দুক যুদ্ধের ঘটনার পর বাউফলের চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ী লাপাত্তা হয়ে গেছে। তবে অভিযোগ রয়েছে চিহ্নিত কিছু মাদক স¤্রাট অনেককেই এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।
একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা খুপ দাপটের সাথেই গোপে গাপে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
এক্ষেত্রে কেউ কেউ বলছেন-পুলিশের ধরপাকড়ে বিষয়টি আগেই আচঁ করতে পেড়েছে চিহ্নিতরা। ফলে বড় বড় মাদক ব্যবসায়ীরা আগে ভাগেই কেটে পড়েছেন। এখন যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তারা খুঁচরা বা চুনোপুটি ব্যবসায়ী ।
এব্যাপারে বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন , মাদকের বিরুদ্ধে পুলিশ জিরোটলারেন্স এ রয়েছে। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন পুলিশ কাউকে ছাড় দিবে না। মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায় মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রতিনিহিত অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হচ্ছে।