স্বাস্থ্য-বিধি মেনে বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ খুলে দেয়ার দাবী

স্বাস্থ্য-বিধি মেনে বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ  খুলে দেয়ার দাবী

নিজস্ব প্রতিনিধিঃ  আজ দুপুর ২টায় বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরামের একটি প্রতিনিধিদল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকার মাননীয় চেয়ারম্যান জনাব ড. মোঃ মোরাদ হোসেন মোল্ল্যা’র সাথে স্বাক্ষাত করে বেসিক ট্রেড প্রশিক্ষণ প্রতিষ্ঠান সমূহ স্বাস্থ্য-বিধি মেনে খুলে দেয়ার দাবী সম্বলিত একটি আবেদনপত্র পেশ করেন।
আবদেনপত্র গ্রহণ করে চেয়ারম্যান মহোদয় উপস্থিত বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরামের প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, আপনাদের সকল গঠনমূলক ও সমাজ-সচেতনা মূলক কর্মকাণ্ড আমারে নজরে এসেছে। আমরা আপনাদের প্রতি সহমর্মী হয়ে উদ্ধতন কতৃপক্ষকে বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করবো। তিনি আরো বলেন, আপনারা কারিগরি শিক্ষার ক্ষেত্রকে আরো ছড়িয়ে দিতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে ব্যাপৃত আছেন; আপনাদের পাশে আমরা থাকতে চাই।
বিটিএসডি ফোরাম প্রতিনিধি দলকে চেয়ারম্যান মহোদয়ের সাথে পরিচয় করিয়ে দিতে সেখানে উপস্থিত থেকে আমাদেরকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন, বাকাশিবো’র উপ-পরিচালক (এলএমডি) জনাব মোঃ জহিরুল ইসলাম এবং উপ-পরিদর্শক জবান বিজয় কুমার ঘোষ।
বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামরুজ্জামান কাঞ্চন এর সাথে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, বিটিএসডি ফোরাম, ঢাকার জেলা কমিটির আহ্বায় মোঃ শামসুজ্জামান মামুন, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ পারভেজ এবং সদস্য সচিব প্রকৌশলী সুজন ভৌমিক।