বাউফলে বিনম্র শ্রদ্ধায় মাতৃভাষা পালিত

বাউফলে বিনম্র  শ্রদ্ধায় মাতৃভাষা পালিত

এম অহিদুজ্জামান ডিউক, প্রতিনিধি বাউফল : পটুয়াখালীর বাউফলে যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারী জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১মিনিটে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধায় পুষ্প স্তবক অর্পন করেছে বাউফল উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সরকারি দল আওয়ামীলীগ. বিএনপি, জাতীয় পার্টি ও তাদের সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকাল ৮ ঘটিকায় প্রভাত ফেরীর র‌্যালীতে সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অংশ গ্রহন করে। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আকতার জাহান।