পটুয়াখালীতে ৩ শতাধিক মন্ডপে চলছে শারদীয় দূর্গা পূজা প্রস্তুতি

পটুয়াখালীতে ৩ শতাধিক মন্ডপে চলছে শারদীয় দূর্গা পূজা প্রস্তুতি

দূর্জয় দাস, নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী জেলা সদর সহ ৬ উপজেলায় চলছে শারদীয় দূর্গা উৎসবের  প্রস্তুতি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দূর্গাপুজা। শারদীয় দূর্গোৎসবকে পরিপূর্ণ রূপ দিতেই মন্দির গুলোতে চলছে ব্যাপক অায়োজন ।  ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ, শুরু হয়েছে রং ও সাজসজ্জার কাজ। আগামী ১৫ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হবে। সরেজমিন  দেখা  গেছে, কোন কোন মন্ডপে প্রতিমা তৈরির পাশাপাশি সাজসজ্জার প্রস্তুতি ও চলছে। উপজেলার যে সকল মন্দিরে রং এর কাজ শেষ হয়েছে সেখানে এখন চলছে মন্দির ও রোড আলোকসজ্জার  কাজ।  আজ মঙ্গলবার বিকালে বাউফল  পৌরসভা এলাকায় কয়েকটি মন্দির পরিদর্শন করতে গিয়ে প্রতিবেদকের এ  চিত্র  চোখে পড়ে। এ বছরে বাউফল উপজেলার ১৪  টি ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ৬৯  টি মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এ  প্রতিমাকে আকর্ষনীয় করার জন্য  রয়েছে ব্যাপক প্রতিযোগিতা।  জেলা প্রশাসক কার্যালয় থেকে জানাগেছে, হিন্দু  সম্প্রদায়ের বড় উৎসব শারদীয়া  দূর্গা পূজা শান্ত সুষ্ঠ ভাবে পালন করার জন্য আইনশৃংখলা বাহিনী  থেকে রয়েছে বিশেষ কর্মসূচী। প্রতিটি পূজা মন্ডপে কমিটি পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার এবং পুলিশ উপস্থিত থাকবে। র‌্যাব পুলিশ সমন্বয় ভ্রাম্যামান টহলে থাকবে। ইতিমধ্যে দূর্গা উৎসব সুষ্ঠ ভাবে করার লক্ষ্যে পূজা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সরকারিভাবে আর্থিক সাহায্য সু ব্যবস্খা রয়েছে।