কুষ্টিয়া দৌলতপুরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে ১০৮টি ঘরের চাবি হস্তান্তর

কুষ্টিয়া দৌলতপুরে আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় উপকার ভোগীদের মাঝে ১০৮টি ঘরের চাবি হস্তান্তর
রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের আওতায়, যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহনির্মান প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ১০৮টি ঘরের আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়। 
৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন এসিল্যান্ড মোঃ জাহাঙ্গীর আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, দৌলতপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মহিউল ইসলাম(মহি), অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,ইউপি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী। চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন, ২য় তলায় রেকর্ড রুমের ভিতরে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ ব্যাপারে এসিল্যান্ড জাহাঙ্গীর আলমকে রেকর্ড রুম পরিষ্কার রাখার জন্য পরামর্শ দেন।