মির্জাগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাগঞ্জে নারী ও শিশু নির্যাতন  প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মো. জাকির হোসেন  মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি ঃ  পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় আজ বুধবার উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সুশীলনের আয়োজনে নেদারল্যান্ড এ্যাম্বাসির অর্থায়নে ইউএনএফপিএ এবং আইন ও শালিশ কেন্দ্রের কারিগরি সহোযোগিতায়  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির  সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী  অফিসার তৌছিফ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোসা, হাসিনা রহমান। বক্তব্য রাখেন ইউএনএফপিএর পটুয়াখালী জেলা ফেসিলিটেটর জনাব সাম্উিল আলম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আনিসুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শিরিন সুলতানা প্রমূখ।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভিকাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মনিরুজ্জামান, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন।  আস্থা প্রকল্পের যাবতীয় কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোসা: হাসিনা পারভীন।
 সভায় লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহায়তা ও সেবা বৃদ্ধি , রেফারেল পদ্ধতি (লিঙ্গ ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে মাল্টি-সেক্টোরাল রেসপন্স) সক্রিয় করা, মাল্টি-সেক্টোরাল রেসপন্স সেবাসমূহের  গ্রহণযোগ্যতা বৃদ্ধি, লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ ও মোকাবেলা করার জন্য সমন্বয় ব্যবস্থা কার্যকর রাখা , লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলা করার জন্য সুশীল সমাজ সংগঠনের সাথে অংশীদারিত্ব শক্তিশালী করা। লিঙ্গীয় সামাজিক রীতি ও আচরণ বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক মনোভাব বৃদ্ধির বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।