পটুয়াখালী-২ আসন বাউফলের চিফ হুইপ আ,স,ম ফিরোজকে পূর্ণমন্ত্রীত্ব দেয়ার দাবী এলাকাবাসীর

পটুয়াখালী-২ আসন বাউফলের চিফ হুইপ আ,স,ম ফিরোজকে পূর্ণমন্ত্রীত্ব দেয়ার দাবী এলাকাবাসীর

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালী-২ আসন বাউফলের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও চিফ হুইপ আ,স,ম ফিরোজকে উপজেলার ইউনিয়নে ইউনিয়নে সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী ।টানা সপ্তমবারে ডিঙ্গায় ওঠা আ,স,ম ফিরোজকে পূর্ণ মণÍ্রীর দায়িত্ব দেওয়ার দাবী জানিয়েছে বাউফল উপজেলাবাসী। গতকাল রোববার সকালে দাসপাড়া,নওমালা,আদাবাড়িয়া,বগা,কনকদয়িা,মদনপুরা,সূর্য্যমনি,কাছিপাড়া,কালিশুরি,কেশবপুর,ধুলিয়া,নাজিরপুর,বাউফল পৌরসভার ব্যবসায়ি মালিক সমিতি, ও কালাইয়া ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী,মুহু মুহু নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয় এলাকা ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে প্রধান মন্ত্রী শেখহাসিনার কাছে এ দাবি জানানো হয় । স্থাণীয় জনগণের দাবী স্বাধীনতার পর থেকে এ আসনটি একবারমাত্র বিএনপির জামায়াত জোটের অপকৌশলে হরেছে আ,স,ম ফিরোজ । এ ছাড়া যে কয়েকটি নির্বাচনে দল মনোনয়ন দিয়েছে সবকয়টি নির্বাচনে প্রধান মন্ত্রী শেখহাসিনাকে এ আসন বিপুল ভোটে বিজয়ী করে উপহার দিয়েছে । কিন্তু এবার প্রধান মন্ত্রীরকাছে আমরা মন্ত্রী চাই বলে দাবী করেন তারা । এসব সংক্ষিপ্ত সংবর্ধনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন
 উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী,জনপ্রতিনিধি,ও সুশীল সমাজের নের্তৃবৃন্দ বলেন, বরশিাল বিএমকলেজের ছাত্রলীগের দুবারের নিার্বচিত ভিপি ,৭৯,৮৬,৯১,৯৬,২০০৮,২০১৪ এবং ২০১৮তে সভানেত্রী শেখহাসিনা এমপি পদে মনোনয়ন দিয়েছেন এবং এলাকার জণগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন । কোন দল এ আসনে বিজয়ী হয়নি । সপ্তবারের মতো এ আসনে বিজয়ী করেছি তাকে পূর্ণমন্ত্রী হিসাবে দেখতে চাই বলে দাবী জানান । বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া বলেন, স্বাধীনতার পর থেকে এ আসনে তাকে যে কয়বার মনোনয়ন দিয়েছে তা মুক্তিযোদ্ধারা তাদের পরবিার পরিজন নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করেছি । মুক্তিযোদ্ধা হিসাবে প্রধান মন্ত্রীর কাছে দাবী তাকে এবার পুর্ণমন্ত্রীর দায়িত্ব কামনা করছি । 


বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়ন চেয়ারম্যান, আব্দুল মোতালেব হাওলাদারের সভাপতিত্বে চিফ হুইপ আ,স,ম ফিরোজ বলেন,স্বাধীনতার পক্ষের শক্তিকে তরান্নিত করতে  এবং জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানে সাধারণ মানুষ নৌকা মার্কা ভোট দিয়ে বিজয়ী করেছেন । এ বিজয় দেশের সকল মানুষের কারণ নৌকা উন্নয়ন,শান্তি ও সমৃদ্ধির প্রতীক । আর এ প্রতীকের নেতৃত্ব দিচ্ছেন প্রধান মন্ত্রী শেখহাসিনা । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার,সামসুল আলম মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান,  মহিলা ভাইসচেয়ারম্যান রেহেনা মোতালেব,পৌর অঅওয়ামীলীগ সভাপতি একেএম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নার্গিস আরা,বাউফল আদর্শ গালাস হাইস্কল প্রধান শিক্ষক জাহানারা বেগম,কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান,ইব্রাহিম ফারুক ,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হারুন অর রশিদ, যুবলীগ সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির হোসেন ,স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান আলকাছ মোল্লা, প্রেসক্লাব আহবায়ক হারুণ অর রশিদ ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু,চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান,নেছারউদ্দিন জামাল,সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেটকামাল হোসেন বিশ্বাস,হিন্দু বৈদ্যখৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধির রঞ্জন দাস, বাউফল পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা,বাউফল জুয়েলারি সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক লটিন সাহা, বাবসায়ি মালিক সমিতির সভাপতি সাখায়াৎ হোসেন সখা ও সাধারণ সম্পাদক পলক কুমার বণিক  প্রমুখ