বাউফলের জঙ্গি মৌ

বাউফলের  জঙ্গি মৌ

ইমাম হোসেন মনা, বাউফল (পটুয়াখালী)ঃ নরসিংদীর মধাবদীতে ১২’অক্টোবর পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের ’অপারেশন গর্ডিয়ান নট’ এ আতœসমর্পনকারী দুই জঙ্গির মধ্যে ইসরাত জাহান মৌ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের মোঃ হাবিবুর রহমান প্যাদার মেয়ে। ২০১৬ সালের ১৬’আগষ্ট র‌্যাব-৮ মিরপুর থেকে মৌকে জঙ্গি সন্দেহে আটক করে। পরে জামিনে বের হয়ে আবার জঙ্গি তৎপড়তা শুরু করে মৌ। বিলবিলাস গ্রামের স্থানীয় বাসিন্দারা জানায়, ইসরাত জাহান মৌ এর বাবা সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। প্রায় ২১ বছর আগে সে ঢাকায় বদলি হয়। তারপর থেকে তারা ঢাকাতেই স্থায়ীভাবে স্ব-পরিবারে বসবাস করে। মৌ এর মা মোসাঃ মাকসুদা আক্তার মুকুল দীর্ঘদিন যাবত তাবলীগ জামাতের সাথে জড়িত। তাই স্থানীয়রা অনেকে মনে করেন মৌ এর মা তাবলীগের আড়ালে জঙ্গি কর্মকান্ড চালাতেন। মায়ের হাত ধরেই মেয়ের এই পথে আসা বলে মনে করেন তারা। স্থানীয় আরেক সূত্রে জানা যায়, গত কোরবানীর ঈদ উপলক্ষে তারা বাউফল আসেন। ঈদে বাড়ীতে এসে তাদের নিজ বাড়ী এবং হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুবনা আক্তার ও আনিচুর রহমানের বাসায় অবস্থান করেন তারা। জানা যায় লুবনা আক্তার মৌ এর আপন খালা। মৌ মিরপুরের ইসলামীয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি, ২০১২ সালে মিরপুরের বিসিআইসি কলেজ থেকে এইচ এসসি পাশ করে। এরপর ২০১৩ সালে মানারাত ইউনিভার্সিটিতে ফার্মাসী বিভাগে অনার্স ১মবর্ষে ভর্তি হয়। এ ব্যাপারে বাউফল থানা অফিসার ইন চার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের  কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত অফিসিয়ালি কোন কাগজ না আসায় আমি কোন তথ্য দিতে পারতেছিনা।