কুষ্টিয়ায় দুই দিনে ১২শ ১২ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ আটক ৩ জন

কুষ্টিয়ায় দুই দিনে ১২শ ১২ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ আটক ৩ জন
রোকনুজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দুই দিনে ১২শ ১২ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ভেড়ামারা পুলিশ। আজ (রবিবার) সকালে অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল এসপি নূর-ই-আলম সিদ্দিকীর নির্দেশে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১২শ পিচ ইয়াবাসহ কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আজিবর আজবর ওরফে রাজু (৩৪)কে আটক করে। কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আজিবর আজবর ওরফে রাজু কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর দায়েরপাড়া গ্রামের মৃত লালন মন্ডলের ছেলে। কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আজিবর আজবর ওরফে রাজু ভেড়ামারা কাঠেরপুল এলাকায় আবুল কালাম আজাদের বাড়িতে ভাড়া থাকতো। 
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, আজ (রবিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভেড়ামারা কাঠেরপুল এলাকায় আবুল কালাম আজাদের বাড়ির ভাটিয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী আজিবর আজবর ওরফে রাজু বড় মাদকের চালান নিয়ে এসেছে। এমন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা সার্কেল এসপি অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী স্যারের নির্দেশে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১২শ পিচ ইয়াবাসহ আজিবার আজবর ওরফে রাজুকে আটক করি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আরো জানান, এছাড়াও গতকাল (শনিবার) মাদক বিরোধী পৃথক অভিযানে ১২ পিচ ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার উত্তর ভবানিপুর গ্রামের মোস্তফা ওরফে মস্তক মালিথার ছেলে আবজেল মালিথা (২৫)। আবজেল মালিথাকে উত্তর ভবানিপুর হাওয়াখালী মাঠ এলাকা থেকে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। অপর আরেকটি অভিযানে, ভেড়ামারা থানা দিন চাঁদগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ পূর্ব ভেড়ামারা এলাকার মৃত শামসুল হকের ছেলে আব্দুল হালিম (৪০)কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ভেড়ামারা থানা সার্কেল এসপি অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী জানান, কুষ্টিয়া জেলা পুলিশের পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত, সিপিএম স্যার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মাদকের ভয়াল ছোবল থেকে সমাজ বাঁচাতে কোন ছাড় নয় মাদক সংশ্লিষ্টদের। মাদক বিরোধী অভিযান সদা তৎপর আছে আমাদের সকল পুলিশ সদস্য। কুষ্টিয়ার জেলা পুলিশের পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত স্যারের নির্দেশে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।