বরগুনার তালতলীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত ৭

বরগুনার তালতলীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত ৭

মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন ৭ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালতলী উপজেলায় সভা সমাবেশ শেষ করে যাওয়ার পর পাথরঘাটা বরগুনা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বাড়ি যাবার উদ্দেশ্যে তালতলী লঞ্চঘাটে লঞ্চে করে বাড়ি যাওয়ার পথে লঞ্চে লঞ্চে ধাক্কা লেগে একজন লোক পানিতে পড়ে যায় এ নিয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ও বরগুনা ২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাবু সুভাষচন্দ্র হালদারের লোক দের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় শুরু হয় রণক্ষেত্র এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হন আহতরা হলেন মোঃ শাফিন খান (৩০) পিতা সিকান্দার আলি খান বরগুনা সদর বরগুনা . আফ্রীন খান (২৮)পিতা সেকান্দার আলী খান বরগুনা সদর বরগুনা. আব্দুল্লাহ আল মারজান (২২)পিতা হায়দার আলী ছোট নাচনা পারা পাথরঘাটা. গোলাম কিবরিয়া (২২)পিতা কালাম খান কালিবাড়ি পাথরঘাটা. রবিউল ইসলাম (১৫)পিতা শাহ আলম সিকদার দক্ষিণ কুপধন পাথরঘাটা. তরিকুল ইসলাম (১৫)মুজিবুর রহমান কুপধন পাথরঘাটা. সবুজ(২১) পিতা মোঃ আব্দুল খালেক বড় পাথরঘাটা. এ বিষয়ে তালতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর মেজবাউল ইসলাম চৌধুরী জানান আহতদের মধ্যে আব্দুল আল মারজানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আর অন্য সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।