বাউফলে নাতির হাতে খুন হন নানী- নাতি গ্রেফতার

বাউফলে নাতির হাতে খুন হন নানী- নাতি গ্রেফতার

সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে সাফিয়া বেগম (৬৫) বৃদ্ধা খুনের রহস্য উদঘাটন হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করেছে পটুয়াখালী জেলা পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে তার নিজ বাড়ি থেকে মেহেদী হাসান মান্না (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। গ্রেফতার হওয়া যুবক মান্না নিহতের বড় মেয়ে মোসা. মনি বেগমের ছেলে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. মইনুল হাসান সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এ জানান, গ্রেফতারকৃত মান্না তাঁর নানী হত্যার বিষয়টি স্বীকার করেছে। মান্নার মামাতো ভাই মো. আমিনুলের সাথে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মান্নাকে ইট দিয়ে সে আঘাত করে। এ ঘটনায় মান্না তার নানীর কাছে আমিনুলকে মারার কথা বললে নানী মান্নাকে মামলার ভয় দেখায়। ঘটনার দিন সকাল ৯টায় থেকে ১০টার মধ্যে এইনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মান্না ইট দিয়ে নানী সাফিয়া বেগমকে মাথায় আঘাত করে। নানীর মৃত্যু নিশ্চিত হওয়ায়র পরে মান্না তার কানের দুটি দুল খুলে নিয়ে তার চাচাতো ভাই বাবুকে বিক্রয়ের জন্য দেয়। বাবু কানের দুল দুটি কালাইয়া বাজারে তার পূর্ব পরিচিতি নাসিরের সহায়তায় নারায়ন চন্দ্র মন্ডলের স্বর্নের দোকানে ২৩শ টাকায় বিক্রয় করে। এসময় বিক্রয়কৃত টাকার মধ্যে ১হাজার টাকা এবং কানের দুল উদ্ধারসহ আঘাতকৃত রক্তমাখা ইট মান্নার দেখানো মতে জব্দ করা হয়।